আমি একটা পাগোল ভুত
কালের বিবর্তনে ঘটে যায় অনেক বিপর্যয় । প্রকৄতির আর সৄষ্টিকর্তার অমোঘ খেয়ালে ধ্বংস হয়ে যায় জীবন নামের মূল্যবান সম্পদ । আর যারা রক্ষা পায় তাদের সামনে থাকে অবারিত অন্ধকার। এমনি একটি ঘটনা ঘটে গেলো সাভারে যেখানে ৪০০ এর অধিক মানুষের জীবন চলে যায় আর হাজার, হাজার মানুষের জীবন আজ বিপন্ন। যারা মারা গেছে তারা তো দুনিয়ার সমস্ত হিসাব চুকিয়ে চলে গেছে ওপারে, কিন্তু তাদের পরিবার অথবা যারা বেঁচে আছে পঙ্গুত্বকে সাথী করে তাদের কথা চিন্তা করলে কি আমাদের চোখে এক ফোঁটা জল ও পরে না ? আসুন ওই অশ্রু কনাকে আমরা শক্তিতে রুপান্তর করি।
আর তারই লক্ষে আজ থেকে শুরু হচ্ছে ” মানবতার সেবায় আমরা ” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা।
মানুষের স্বভাবটাই এমন যে একটা ধাক্কা না খেলে আমরা নিজেদের দায়িত্ত কর্তব্য বুঝতে পারিনা। হয়তো সাভার ট্রাজিডি এক্ টা টনিক হিসেবে কাজ করল বাঙ্গালী জাতির জন্য, সাথে সাথে আমাদের জন্যও। যার ফলে আমাদের এই সেচ্ছাসেবি সংগঠনের সূত্রপাত। যার উদ্দেশ্য হচ্ছে ফান্ড সংগ্রহ করে করমে অক্ষম অসহায় মানুষদের/পরিবার এর পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন করা।
যার ফলে তারা ন্যূনতমভাবে বেঁচে থাকতে পারে।
আর কত নির্বিকার থাকব আমরা ? আমরা কি পারিনা সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ গুণ কে উন্মোচন করতে? আমাদের চারপাশে মানুষের এত অবর্ননীয় কষ্ট দেখে আমাদের মনুষ্যত্ববোধ কে জাগিয়ে তুলতে? আমরা যে ধর্মেরই হই না কেন একদিক থেকে আমাদের সবার ধর্মই এক আর তা হল মানব ধর্ম। মানবতার সেবায়কত লোক নিজের জীবন বিসর্জন করেছেন তাদের মধ্যেকার অনেক ইতিহাস আমরা জানি। আমরা নিজের জীবন বিসর্জন করতে বলছি না, নিজের এমন কোন ক্ষতিও করতে বলছিনা, শুধু বলছি নিজের বিবেককে জাগ্রত করে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে।
আমাদের আহ্বান সবার কাছে আসুন যে যা পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সাভার ট্রাজিডি যাদের নিঃস্ব করে ছাড়লো তাদের মধ্যে কিছু মানুষ্/পরিবার কে খুঁজে বের করে তাদের পুনর্বাসন করা।
আমরা সাধ্যমত চেষ্টা করছি আর্থিক সাহায্যের জন্য. আপনার মানবিকতার কৃপাদৃষ্টি বিশেষভাবে কামনা করছি., আপনি চাইলে এই মুহুর্তেই সাহায্য পাঠাতে পারেন এই এ্যকাউন্ট এ
A/C No: 116-103-82671, A/C name: Md. Mujahidul Islam Khan,
Dutch Bangla Bank Limited. Gulshan Brunch, Bangladesh
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন :
Md. Mujahidul Islam
Manager (R&D), Suvastu Development LTD
Mb: 01970-551670
Chandra Sagar Sarker
System Engineer (IT), Suvastu Development LTD
Mb: 01678-715317
Md. Moynul Hasan (Momit)
Software Engineer (R&D), Suvastu Development LTD
Mb: 01190-989625
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।