আমাদের কথা খুঁজে নিন

   

কুমার বিশ্বজিতের একটা গানের দাম > নিহত বিশ্বজিতের জানের দাম

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । কোন গল্প লিখব না। পয়েন্ট আকারে কিছু কথা লিখব। ১।

বিশ্বজিত হত্যার পুরো ক্লিয়ার ভিডিও ক্লিপটি সবাই দেখেছেন। খুনিদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে পুলিশ কি করে? ঘাস কাটে? ২। অপরাধীদের গ্রেফতার করে জায়গামত প্যাঁদানি দিলেই বের হয়ে যাবে তারা কোন দলের। এটা নিয়ে একে অপরকে দোষারোপ করার তো কোন মানে নাই।

এর মানে কি অপরাধীকে রক্ষার চেষ্টা? ৩। বাংলাদেশের কোন রাজনৈতিক দলেরই ক্ষমতায় আসার যোগ্যতা নাই। কারণ রাজনীতি করে ক্ষমতায় আসতে হলে মানুষের প্রতি সামান্যতম মমতা হলেও থাকতে হয়। ৪। জামাতে ইসলামী এর সাপোর্টে থাকার দরুন বি এন পি জনগনের কাছ থেকে ঘৃণার বেশি আর কি আশা করতে পারে তা আমার বোধগম্য নয়।

৫। আওয়ামীলীগ নেতাদের বলছি, আকাশে অনেক থাকা হয়েছে, এইবার মাটিতে নামুন। জনগণ ভোট না দিলে মাটিতেও থাকার কোন জায়গা থাকবে না। ১৯৭১ সালের নাম আর কলঙ্কিত কইরেন না। ৬।

বি এন পি কে বলছি, হিসাব করে কাজ কর্ম কর, রাজাকারের সাপোর্ট বাদ দাও। বাংলাদেশি জনগণ যখন রাজাকার মারবে, তখন বি এন পি'ও বাদ পরবে না সেই মার থেকে। ৭। আমার এই পোস্টে যেন কোন রাজাকারের বাচ্চা না দেখি। হারামজাদারা বাংলাদেশের মাটি ছাড়, পাকিস্তানে গিয়া চিল্লাচিল্লি কর।

আমার দেশের মাটিতে দাড়িয়ে কথা বলার অধিকার তোরা হারিয়েছিস সেই ১৯৭১ এ। ৮। বিশ্বজিত সহ সকল নিরীহ মানুষের হত্যা ও লোকসানের বিচার চাই বলে চিৎকার করতে আসিনি। সরকারকে এর বিচার করতে হবে। এইটা তাদের ডিউটি।

বইসা বইসা খায়া পেট বান্ধানোর জন্য আমরা ভোট দেইনা। আমার কথা শেষ। রাজনীতিবিদরা যদি দেশের জনগণকে শত্রু মনে করে, তাহলে বলবো, আমেরিকায় চলে যান। ওবামার আন্ডারওয়্যার এর ভিতর ঢুকে বসে থাকেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।