সোমবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
পরে এটি এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০১৩’ উত্থাপন করে মন্ত্রী বলেন, “জাতিসংঘের সমকালীন বিভিন্ন রেজুলেশন ও কনভেনশন এবং আন্তঃরাষ্ট্রীয় আলোচনার আলোকে সন্ত্রাসবিরোধী আইন অধিকতর সংশোধনের প্রয়োজনে বিলটি উত্থাপন করা হলো।”
গত ১১ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিলটি অনুমোদন দেয়।
ওইদিন মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, সন্ত্রাস বৈশ্বিক সমস্যা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ক্রমশ বাড়ছে। তাই ‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া কার্যকরভাবে সন্ত্রাস দূর করা সম্ভব না।
বিভিন্ন ধরনের সন্ত্রাসকে সজ্ঞায়িত করতে আইনে কিছু বিষয় যুক্ত করার কথাও জানান তিনি।
এর আগে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ২০১২ সালে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন পাস হয়। এতে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সন্ত্রাসী কাজে অর্থায়নের জন্য সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।