আমাদের কথা খুঁজে নিন

   

***রিপোষ্ট*** মেসি ভক্তরা কে কোথায় আছেন আওয়াজ দেন অভিনন্দন মেসি আমরা গর্বিত এমন লিজেন্ডের সুন্দর খেলা দেখতে পেয়ে

আজ বার্সা-বেটিস ম্যাচের ২৫ মিনিটে করা মেসির গোলটি ছিল এই বছরে করা মেসির ৮৬তম গোল যার মাধ্যমে মেসি জার্মান লিজেন্ড Gerd Muller এর এক বছরে করা ৮৫টি গোল অতিক্রম করেন। ১৯৭২ সালে করা মুলারের ৮৫টি গোল ছিল এতদিন পর্যন্ত একবছরে করা কোন ফুটবলারের করা সর্বচ্চ গোল। গত ৪০ বছর ধরে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন মুলার কিন্তু আজ ম্যাচের ২৫ মিনিটে মেসি তার আজকের খেলার দ্বিতীয় গোলটি করে মুলারের রেকর্ড ভেঙ্গে দেন। অভিনন্দন মেসিকে তার এই রেকর্ডের জন্য আমি নিজে একজন মেসি ভক্ত আর তার খেলায় আমি সবসময় মুগ্ধ বর্তমান ফুটবল বিশ্ব ২ ভাগে বিভক্ত একভাগ মেসি অন্য ভাগ রোনালদো কিন্তু আমি মনে করি ২জনই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং এদের মাঝে তুলনা না করে আমদের সবার উচিত সুন্দর ফুটবল উপভগ করা। আমাদের প্রজন্ম আসলেই ভাগ্যবান আমি বলবো কারন একি সাথে আমরা এমন ২ জন গ্রেট প্লেয়ারের খেলা দেখতে পাচ্ছি কে সর্বকালের সেরা কে তা নিয়ে তর্ক করা ভিত্তিহিন কারন সেরা একজন বেছে নেয়া আসলেই কঠিন সবযুগেই কোন না কোন গ্রেট প্লেয়ার ছিল সে পেলে, মেরডোনা, জিদান, ক্রুইফ, মুলার, রোনালদো অথবা মেসি হোক কিন্তু আমি মেসিকে রোনালদো থেকে কিছুটা হলেও এগিয়ে রাখতে চাই শুধুমাত্র তার টিম ইস্পিরিট, নেতৃত্ব, খেলার ধরন এবং সে শুধু গোল করে না করায় এবং এইদিক থেকে সে রোনালদো থেকে কিছুটা হলেও এগিয়ে এটা আমি বিশ্বাস করি। পরপর ৩বার ফিফা বর্ষসেরা ফুটবলার হয়ে সে তা প্রমানও করেছে । কিন্তু তাই বলে আমি তাদের মাঝে সেরা কে সে তর্কে যেতে কখনই রাজি নই কারন ২জনই গ্রেট। আজ মেসি রেকর্ড রেকর্ড করলো কাল হয়ত অন্য কেও সেটা ভাঙ্গবে তাই বলে তখন সেই সেরা হবে তা কি সবসময় সত্য? রেকর্ড করাই হয় ভাঙ্গার জন্য এটাই জগতের নিয়ম। সেরা কেও নয় সবাই লিজেন্ড আসুন আমরা সবাই কারো মাঝে তুলনা না করে এই গ্রেটের খেলা উপভোগ করি গো মেসি গো । মেসির এই বছরে করা ৮৬টি গোল দেখতে চাইলে এখানে ক্লিক করুন ইউটিউব লিঙ্ক  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।