আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত ভোগের বাসনা

আমার ধমনীর সবকটা জল নীলাভ, বিষাক্তপ্রায়। তার জন্য অবশ্য আমি নিজেই দায়ী। প্রথম জীবনে অমন করে - বিষাক্ত মিথ্যে প্রেমের আস্বাদন না নিলে, হয়তো এমন হতো না ! আর কেইবা জানে ! কোন্ নারীর আঁচলে মমতার বদলে, ছলনা থাকে, মিষ্টি প্রেমের মোড়কে বিষাক্ত প্রতিশ্রুতি। আমাদের চোখ- রংধনু, প্রজাপতিদের মত রঙ্গীন না হয়ে, এক্সরে ধরনের একটা কিছু থাকলে ভালো হতো। দংশিত হবার কিছু আগে, নিজেকে ছাড়িয়ে নিতে পারতাম। আরো কটা বছর কৃষ্ঞচুড়ার ফুলে, খুঁজতে পারতাম বসন্ত ভোগের বাসনা। - প্রানান্ত চৌধূরী আকাশ ২৭।০৪।২০১১ইং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।