আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতকে বিশ্ব দেখল......

বিধাতা দিয়াছেন জান, তাই বাঁচাতে এখন আমার উষ্ঠাগত প্রাণ। আজ যা দেখলাম...আজ যা দেখালো...আজ যা দেখলো....অন্তরের কান্না স্তম্ভ হয়ে গেল। সত্যি আমার চোখের পানি চলে এসেছে..এইটা দেখে যে, বিশ্বজিত কোপ খাচ্ছে আর দেখছে মৃত্যুটা তার কত কাছে? এভাবেই বিশ্বজিতকে টেনে আনলো কতগুলি কুত্তা---- শুরু হলো রডের দিয়ে আঘাত---- ক্ষান্ত হয় নাই এতেও..শুরু হয় চাপাতির কোপের নিশংসতা---- এরই মধ্যে চলে সাংবাদিকদের ফটো সেশান...আর পথিকদের পলায়ন...কিন্ত চাপাতির কোপ থামেনা বিশ্বজিতের উপর------ স্বস্তি পায় বিকাশের মৃত দেহ হাসপাতালের ট্রলিতে----- এ যেন পা দেখিয়ে প্রতিবাদ করে বিশ্বজিত বলছে....লাথি মারি তোদের সমাজকে....লাথি মারি এই মানবতাকে---- শতশত নিরীহ হত্যার প্রতিবাদের মতো একমাত্র অবলম্বন আজ বিশ্বজিত পরিবারের---শুধু আহাজারী----- আর পরিশেষে কতগুলি কুত্তার দলের শোক মিছিল----- সেই সাথে আজকের বিশ্বজিতের পর্ব শেষ আর হয়তো শুরু কালকের নতুন কোন বিশ্বজিতের পরিবারের আহাজারির প্রস্তুতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.