আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতকে কুপিয়ে হত্যার দায় কার ? ছাত্রলীগ কার ? কি বলবেন মাননীয় সরকার !

ছি ছি ছি ছি ! আর কতো ছি বলবো দেশের কথার ফুলঝুরি ঝরানো মিথ্যাচারী রাজনীতিকদের এবং তাদের দোসরদের। দেশের মানুষের কি কোনো অধিকার নেই। সরকার বলে জনগণই ক্ষমতার উতস, দেশের প্রাণ, তারা হচ্ছে দেশের রাজা আর আমরা সরকার হচ্ছি তাদের প্রজা। দেশে সব দিক থেকে গণতন্ত্র আছে। এই তার নমুনা।

একটি দল রাজপথ অবরোধ কর্মসুচী দিল আর আরেকদল তা প্রতিহত করার কর্মকাণ্ডে নামলো। তারা রাজপথ অবরোধকারীদের প্রতিহত করতে গিয়ে কুপিয়ে হত্যা করলো নিরীহ পথচারী বিশ্বজিত। আজ বিশ্বজিতের জায়গায় আপনি আমি দেশের ১৫ কোটি মানুষ। আমাদের কারো বাচার অধিকার আছে বলে মনে হয় না। বাচার অধিকার আছে শুধু মিথ্যাবাদী স্বার্থচারী রাজনীতিবিদদের।

কোথায় রাখবো নিলর্জ্জ বেহায়া রাজনীতিবিদদের কর্মকাণ্ডকে। ধিক ধিক তোমাদের। কে জবাব দেবে সাধারণ মানুষের এসব জিজ্ঞাসার। ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.