আমাদের কথা খুঁজে নিন

   

আল্লা নাই! ভাবো একবার, কত বড় কথা! আল্লা নাকি নাই!

এখনো জানতে চেষ্টা করছি। মোল্লাসাব ত্বার স্বরে চেঁচালেন, "তোমরা জানো? হেতে কি কইরছে? হেতে কইছে আল্লা নাই! ভাবো একবার, কত বড় কথা! আল্লা নাকি নাই! সে সরাসরি আল্লারে অস্বীকার করছে! এর শাস্তি কি? সেইটা আপনেরাই নির্ধারন করেন। আমি খালি শুনায়ে রাখি, আল্লাহপাক তার কেতাব আলকুরানে এই ঘৃন্য শুয়োরের শাজা রাখছেন মৃত্যু। বড় কঠিন মৃত্যু। তাকে কোমর পর্যন্ত মাটিতে পুইত্যা পাত্থর ছুইড়া মাইরা ফেলতে হবে।

নাইলে আল্লার গজব পড়বে কৈলাম"" দোষী লোকটা তেমন নিরিহ টাইপ কেউ না, বেশ ডানপিটে আর একগুঁয়ে। রক্ত পানি করা গলায় জানতে চাইলো, "প্রমান কৈ?" মোল্লার নাচুনি এবার দেখে কে! রাগের চোটে মুখে কথা আটকে যেতে থাকে, দোষী হিসাবে উপস্থিতকরা লোকটাকে নয়, শালিসে উপস্থিত গন্ডমূর্খ কিন্ত ক্ষমতাশীলদের সামনে দুই হাত মুঠি করে চেঁচাতে থাকে, "আপনারা আমারে অবিশ্বাস করেন! এই চল্লিশ বছর আমি খোদার সেবায় নিয়োজিত, এক ওক্ত নামাজ কাজা করিনাই, একটা রোজা বাদ যায় নাই, আপনারা আমারে অবিশ্বাস করেন! আল্লা এমন অবিচার সইবো না" - তারপর ঝপ করেই বসে পড়ে মোনাজাত তুলে কান্না শুরু করে, "হে পারওয়ারদিগার, তুমি স্বাক্ষী..." হঠাৎই আচমকা গলাটা থেমে যায় মোল্লার, শক্ত হাতে তার টুঁটি চেপে ধরে আছে কথিত দোষী, সাথে বাঘা গলায় প্রশ্ন, "কখন কৈছি আল্লা নাই, বল, বল..." মোল্লা গলাটা ছাড়ানোর আপ্রান চেষ্টা করতে থাকে, কয়েকজন এসে হাতের বাঁধন খোলে লোকটার। মোল্লা ফ্যাঁসফেসে গলায় বলে, তুই কৈছিলি "লা ইলাহা, এর মানে হৈল মাবুদ নাই..." লোকটা ফেটে পড়ে এবারে, "লা ইলাহা কওনের পর এক শ্বাস থাইমা যে কৈছিলাম ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রসুলুল্লাহ - সেই কথা কস না ক্যান?" মোল্লা চুপ। "জবাব দে!" মোল্লা কোনা খুঁজে সরে যাবার চেষ্টা করে। লোকটাকে থামায় কয়েকজন মুরুব্বী, তারা বেশ কনফিউজড, ঘটনা কি ঘটছে তা নিয়ে।

শেষমেষ মোল্লা আর লোকটাকে আলাদা পথে নিজ ঘরে রওনা করিয়ে সবাই যার যার পথ ধরে শালিস অসমাপ্ত রেখেই। কেউ ভাবছে, মোল্লা ঈরকম কাজটা করলো! ঠিক বিশ্বাস হয় না, আবার ঐ লোকটাও তো ঐরকম না.... তাইলে... কেউ ভাবছে, ঘটনা কিছুই বুঝলাম না, যাক গিয়া, আল্লা গায়েবের জ্ঞান রাখে, তিনিই বিচার করবেন সময়মতন... লোকটা ভাবছে, মোল্লা এমন কুব্যাখ্যা কইরা আমার পিছে লাগলো ক্যান? সাহস কৈর পাল্টা না দাঁড়াইলে আইজ আমি নির্ঘত গেছিলাম, আল্লা দয়াময়, সময়মতন প্রতিবাদের সাহস দিছো... মোল্লা ভাবছে, বেডার সরেস জমিজমা আর গরু হাতানো গেলো না, হায়... জামাত আর তাদের অংগ সংগঠন শিবির হলো ঐ মোল্লার মতই, ধর্মকে বর্ম বানিয়ে নিজের কূটচাল চালতে থাকে, সেটা হোকনা ধর্মের নামে অধর্ম করে, মানুষ খুন করে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.