....ডিমের লাইগ্যা কুনো দিন আমারে কেউ ক্রেডিট দিলো না, আপচুশ
আমার চাচাতো ভাই বহুদিন পরে আইছে, বিদেশ থেকে। আমি তাকে দেখছিলাম সেই খুব ছোটবেলায়, তখন আমি পাঠশালায় পড়ি। এর মধ্যে আর আমাদের দেখা হয় নাই।
ছোটবেলায় উনার কথা খুব শুনতাম, লেখাপড়ায় ভালো, আদব লেহাজে চোস্ত। বহুত লেখাপড়া করছে, বহুত কিছু জানে।
এত এত গল্প শুনে আমি তো তার বেজায় ভক্ত হয়ে গেলাম। সব কিছুতেই তারে আদর্শ মানা শুরু করলাম।
কিন্ত কয়দিন ধইর্যা একই বাসায় থাইক্যা আমার জান পরান শ্যাষ। কোক পেপসি খাওয়া যাইবো না, ফাস্ট ফুড খাওয়া যাইবো না। গরুর গোস্ত খাইতে হবে হিসাব কইর্যা, সবজী খাইতে হবে প্রতিদিন, শাক, গুড়া মাছ, করল্লা এগুলি নাকি বেশি বেশি খাওয়া ভালা......
গতকাল দেখি আম্মা রাঁধতেছে লাল লাল বিরুই চালের ভাত।
কি যে যন্তন্নায় পড়ছি...... আল্লা গো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।