আমাদের কথা খুঁজে নিন

   

জামাতের ব্যনারে ইসলাম বধ: নাস্তিকদের নয়া কৌশল

আমি ভালবাসি আমার আল্লাহকে, প্রিয় রাসুল এবং আমার দেশকে। খোলামেলা কথা পছন্দ করি। অল্পতে কষ্ট পেয়ে বসি, আবার অল্পতেই ভুলে যাই সব দুখঃ। তবে কারো উপকার-অবদান ভুলতে পারিনা জীবনভর। পছন্দ করি উদার, স্বচ্ছ ও খোলামনের মানুষকে, ঘৃণা করি গোঁড়া ও অহংকারীকে।

জাফর ইকবাল তার লেখাটির শিরোনাম দিলেন ''তোমরা যারা শিবির করো'' আর ভেতরে যা লিখলেন, তার সাথে শিবিরের নয়, ইসলামী মুল্যবোধের সম্পর্ক। জামাতের এখন দুর্দিন চলছে। যে কারণেই হোক জামাতের সমালোচনা সমাজের অনেক মানুষের কাছেই এখন যৌক্তিক বিষয়ে পরিণত হয়েছে। এই সুযোগে জামাতের সমালোচনার ব্যনারে ইসলামের সত:সিদ্ধ বিষয়গুলোর বিরোদ্ধে বিষোদগার চালাচ্ছে নাস্তিকরা। জামাতের নাম দিয়ে সাধারণ মানুষের মনে ঘৃণা সৃষ্টি করছে ইসলামী মুল্যবোধের প্রতি।

এটা তাদের একগুলিতে দুই শিকারের কৌশল। জামাত বধ ও ইসলামী মুল্যবোধে আঘাত। দেখুন তো নিচের কথাগুলোর সাথে শিবিরের কী সম্পর্ক? ''যে বয়সে তাদের একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করার কথা, ষোলোই ডিসেম্বরে স্মৃতিসৌধে ফুল দেওয়ার কথা, পয়লা বৈশাখে রাজপথে রবীন্দ্রসংগীত গাওয়ার কথা, সেই বয়সে তারা যে শুধু এই অবিশ্বাস্য আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করে রাখে তা নয়, তারা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। যে বয়সে তাদের মুক্তচিন্তা শেখার কথা, গান গাওয়ার কথা, নাটক করার কথা, আদর্শ নিয়ে ভাবালুতায় ডুবে যাওয়ার কথা, সেই সময় তারা ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের আটকে রাখতে শেখে, সাম্প্রদায়িক হতে শেখে, ধর্মান্ধ হতে শেখে। যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে—'' এসব লিখে তিনি মুসলিম যুবকদেরকে তার কাতারে এসে নাস্তিক হওয়ার আহবান করছেন।

শেষের কথাটি বলে যুবক যুবতীদের অবৈধ সম্পর্কের জন্য সুড়সুড়ি দিয়েছেন। এসবই হলো তাদের প্রগতির রোডম্যপ?? আসলে নাস্তিকরা একটা জিনিস বুঝে গেছে, তা হলো জামাতকে সমালোচনা করলে অন্য ইসলামী ঘরাণার লোকেরা কিছুটা প্রশান্তি পায়, সেই লেখায় তারা ইসলাম বিরোধী দিক খুঁজতে যাবে না। তাই এসুযোগে জামাতের নাম করে ইসলামী মুল্যবোধের বিরোদ্ধে মানুষের মাঝে ঘৃণা সৃষ্টি করে নিচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.