আমাদের কথা খুঁজে নিন

   

সাভার দুর্ঘটনা পুরো জাতিকে মোটামুটি এক কাতারে নিয়ে এসেছে।শুধু এক কাতারে আসতে পারেনি 'আওয়ামীলীগ আর বিএনপি'

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।। সাভার দুর্ঘটনা পুরো জাতিকে মোটামুটি এক কাতারে নিয়ে এসেছে। উদ্ধারকর্মে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে গণজাগরণ আর হেফাজত, শাহিনার মৃত্যুতে গলা জড়াজড়ি করে কাঁদতে দেখেছি ঘোর নাস্তিক আর মাথায় দাগ পড়া নামাজীকে, অসুস্থ মাদ্রাসার ছাত্রকে দেখেছি গণজাগরণের নারী ডাক্তারের শ্বশ্রূরা নিতে, গণজাগরণের অসুস্থ হয়ে পড়া উদ্ধারকরমির মাথায় যে ছেলেটা পানি ঢালছিল সে ছাত্র শিবিরের সক্রিও কর্মী, আঁটকে পড়া জীবিত কেউ উদ্ধার হওয়ার পর শাহবাগের সক্রিয় কর্মীকেও "আল্লাহু আকবার" বলতে দেখেছি আমি, দুদিন আগেও যে ছেলেটা শাহবাগ শুনলে ঘৃণা দৃষ্টিতে তাকাত তাকে Iresh ভাইয়ের দেওয়া "চেতনায় ৭১" লেখা গেঞ্জি পরতে দেখেছি, দেখেছি অসুস্থ শাহবাগিকে পাঁজাকোলা করে ফিল্ড হসপিটালে নিয়ে যাচ্ছে হেফাজতের হুজুর। কেউ বলে নাই 'তুই নাস্তিক', কেউ বলে নাই 'তুই হেফাজত', কেউ বলে নাই 'তুই শিবির', কেউ বলে নাই 'তুই শাহবাগি' সবাই একটা কথাই বলেছে "শেষ মানুষটা জীবিত থাকা পর্যন্ত আমরা ঘরে ফিরবনা" শুধু এক কাতারে আসতে পারেনি 'আওয়ামীলীগ আর বিএনপি' তারা নিজেদের স্বকীয়তাবোধ(!) বজায় রেখেছে। নোংরা রাজনীতি করতেও ভোলেনি। খোদার কসম! এই দেশের মানুষ প্রতিটা ইস্যুতে যদি সাভারের মত ঐক্যবদ্ধ হতে পারে, দুনিয়ার কোন শক্তি নেই আমাদেরকে শোষণ করে, তুচ্ছ রাজনীতিবিদরাতো কোন ছার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।