১। মাসে অন্তত একবার আপনার
মেমরি কার্ডটি গ্লাস ক্লিননার দিয়ে সংযোগ
স্থানটি ভালভাবে পরিষ্কার করতে হবে।
অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমরি কার্ড
নষ্ট হতে পারে।
২। কখনো মেমরি কার্ড পিসিতে দুই-তিন
বারের বেশি ফরমেট করবেন না কারন
এতে মেমরি কার্ড নষ্ট হবার ঝুকি থাকে।
৩। প্রয়োজনে মোবাইল দিয়ে মেমরি কার্ড
ফরমেট করুন।
৪। মোবাইলে বেশিক্ষন (এক-দুই ঘন্টার বেশী)
ভিডিও গান বা ভিডিও চিত্র না দেখাই ভাল
কারন এতে ব্যাটারি এবং মেমরি কার্ডের
উপর চাপ পড়ে।
৫।
মেমরি কার্ড কে পেনড্রইভ
হিসাবে ব্যবহার না করাই ভাল আর
যদি পেনড্রইভ হিসাবে ব্যবহার করতে চান
তাহলে কার্ড রিডার ব্যবহার
না করে মোবাইলের ডাটা কেবল ব্যবহার করুন।
৬। 1 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB, 2
GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB / 1 GB,
4 GB সাপোর্ড মোবাইলের জন্য 2 GB / 4 GB
মেমরি কার্ড ব্যবহার করা ভাল। এতে মোবাইল
ফোন সহজে হ্যাং হয়না এবং ধীর গতীর হয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।