আমাদের কথা খুঁজে নিন

   

ছেলে হবার কতিপয় সুবিধা

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। ১. ছেলেরা বিয়ে করে আর মেয়েরা বিয়ে বসে বা মেয়েদের বিয়ে হয় । ২. কোনো ছেলে বিয়ে করে মেয়ের বাড়িতে উঠলে তাকে ঘর জামাই বলে তুচ্ছ করা হয় আর মেয়ে নিজের পরিবার ছেড়ে ছেলের বাড়িতে উঠলে তাকে লক্ষী বউ বলে সমাজ ঘোষনা করে । ৩. কোথাও ছেলে মেয়েকে বিয়ের প্রস্তাব করে,মেয়ে কবুল বলে গ্রহন করে আর কোথাও মেয়ের অভিভাবক মেয়েটিকে ছেলের হাতে সম্প্রদান করে ।

কোনো ছেলেকে তার অভিভাবক কোনো মেয়ের কাছে সম্প্রদান করে না । ৪. কোথাও দুইজন মেয়ে সাক্ষী একজন ছেলে সাক্ষীর সমান আবার চারজন মেয়ে মিলেও দুজন ছেলে সাক্ষীর সমান হতে পারে না । ৫. মেয়েটি যদি বরের বা শ্বশুর বাড়ির কথা মত চলে তাকে লক্ষী বউ বলে সমাজ হাততালি দেয় আর ছেলে যদি বউয়ের কথা মত ওঠে বসে তাকে স্ত্রৈণ বলে সমাজ হাসাহাসি করে । ৬. বিবাহ-পূর্ব শারীরিক সম্পর্কে মেয়ে জড়িয়ে পড়লে তাকে বলে নষ্টা মেয়ে আর ছেলেকে বলা হয় ছেলেদের তো শারিরীক কাঠামো এরকমই । ৭. মেয়েদের জন্যই পতিতা শব্দটি আবিস্কৃত,ছেলেদের পতিত বলা হয় না ।

৮. ছেলেদের জননেন্দ্রিয় অঙ্গের জন্য সমাজ গর্ব সহকারে নাম রেখেছে ‘সোনা’,’ধন’ কিন্তু মেয়েদের জন্য বরাদ্দ করেনি কোনো গর্বিত নাম । ৯. সম্পত্তির ক্ষেত্রে মেয়ে পায় ভাইয়ের অর্ধেক আবার কোথাও মেয়ে বিয়ে করলে বাবার সম্পত্তির কিছুই পায় না । ১০. বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক হলে কোনো কোনো রাষ্ট্রে মেয়েকে পরিবারের কেউ হত্যা করতে পারে,সমাজ এই হত্যাকে ‘সম্মাননা হত্যা (অনারারী কিলিং)’ বলে গ্রহন করে । ছেলের ক্ষেত্রে এই ‘সম্মাননা হত্যা’ প্রযোজ্য নয় । ১১.একটি ছেলে অনুমোদনক্রমে এক সাথে একাধিক মেয়েকে বিয়ে করতে পারে,একটি মেয়ে তা পারে না ।

১২. বাবা’র বাড়ি সিলেট আর মা’র বাড়ি চট্টগ্রাম কিন্তু আমরা বলি বাড়ি সিলেট অর্থাৎ মা’র বাড়িকে নিজ বাড়ি ধরা হয় না । ১৩.ছেলে ও মেয়ে দুজনের গায়ের রঙ এক অথচ ছেলের ক্ষেত্রে হয় শ্যামলা আর মেয়ের বেলায় তা কালো । ১৪. মেয়ে যতই উচ্চশিক্ষিত হোক;মেয়ের গায়ের রঙ যদি কালো হয় তার বিয়ের পাত্র জোগাড় করা সাধারনত: দূরহ হয়ে পড়ে অথচ একই রঙের ছেলের বেলায় সমাজ বলে “ছেলের আবার গায়ের রঙ কিসের ?” ১৫. ছেলেরা সাধারনত: তার সমান বা নীচের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মেয়েকে বিয়ে করে.তার চেয়ে উচ্চ শিক্ষিত মেয়েকে বিয়ে করে না । ১৬. মেয়েরা তার বাবা’র নামের অথবা স্বামীর নামের শেষ অংশ নিজের নামের সাথে গ্রহন করে,ছেলেরা তার স্ত্রী’র নামের শেষ অংশ নিজের নামে যোগ করে না । ১৭. কোনো কোনো দেশে মেয়েদের ভোটাধিকার নেই,মেয়েরা গাড়ি চালাতে পারে না বা একাকী দেশ ত্যাগ করতে পারে না ।

ছেলেদের দেশ ত্যাগে স্ত্রী’র অনুমতির প্রয়োজন পড়ে না । ১৮. উচিত ও সত্য কথা বলার জন্য খনা’র জিভ কেটে ফেলেছিল তাঁর স্বামী । ১৯. সৃষ্টিকর্তার সর্বনাম ‘He’ বা ‘Him’ । ‘She’ বা ‘Her’ নয় ---অপরাহ্ণ সুসমিতো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.