আমি ভাই নির্ভেজাল নিজে একজন ছাত্র হওয়ার কারনে হরতালকে ঈদের দিন মনে করি।
গতকালের হরতালকেও ব্যাঙ্গাত্বক সমর্থন দিয়েছিলাম। আগুন জ্বলুক, আমিও চেয়েছিলাম। কারন, এই শীতে একমাত্র আগুনই পারে একটুখানি উষ্ণতার ছোঁয়া। শীতের দিনে জনসাধারনের চাহিদা সরকার না উপলব্ধি না করলেও জামায়াত যে পেরেছিল, এটা জেনে একটু ভাল লেগেছিল।
কিন্তু, মনটা খারাপ হয়ে গেল যখন, জানতে পারলাম, এখানেও সুষম বণ্টন হল না। দেশটাতে যে কি হল, কিছুই বুঝতে পারছি না। সামান্য আগুন নিয়েও স্বজনপ্রীতি? দেশের এত শীতার্ত থাকতে কেন শুধু ৯৭ টা গাড়ির যাত্রীরাই কেবল আগুনের উষ্ণতা পাবে? বাকিরা কি দোষ করেছিল? এই যে আমি নিজে সকাল থেকে বিকেল পর্যন্ত মালিবাগ মোড়ে ছিলাম, একটু আগুনের আশায়। নাহ, পেলাম না। জামায়াতের জমায়েত হল ঠিকই, কিন্তু সর্বস্তরে আগুনের দাহ দেখতে পেলাম না।
আশা রাখছি, ভবিষ্যতে আপনারা, মানে জামায়াতের সম্মানিত সামনের সারির আগুন জ্বালক -রা আগুনের সুষম বণ্টন করবেন। নিজেদেরও প্লিজ বাদ দিবেন না। কারন, আগুন তো আপনাদেরও দরকার। ঠিক না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।