আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে করুন Stanford University এর Writing in the Sciences কোর্সটি

আমি হয়ত মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতনা ,তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতনা ,মনুষগুলো সাপে কাটলে দোঁড়ে পালায় ,অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি। । বিজ্ঞানের শিক্ষার্থী, পেশাজীবী এবং গবেষকদের দক্ষ বিজ্ঞান লেখক হওয়ার উদ্দেশ্যে Stanford University সম্পূর্ণ বিনামূল্যে চালু করেছে একটি অনলাইন কোর্স। কোর্সটির নাম Writing in the Sciences । কোর্সটি পরিচালনা করছেন Stanford University এর অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর Kristin Sainani ।

এই কোর্সটিতে যতটা সম্ভব শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আর্টিকেল লেখা শিখানো হবে। আর কোর্স শেষে কৃতকার্জদের জন্য রয়েছে সনদ পত্র। যে কেউ https://www.coursera.org/course/sciwrite ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশান করে বিনামূল্যে এই কোর্সটি করতে পারেন। ( বিঃদ্রঃ এই বছরের জন্য কোর্সটির সময় সীমা শেষ হয়ে গেছে বিধায় আপনারা কোর্স এর সব ম্যাটেরিয়াল পাবেন রেজিস্ট্রেশান করার পর কিন্তু কোন সনদ পত্র পাবেন না। সনদ পত্রের জন্য আগামী বছর অপেক্ষা করতে হবে।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।