নৌমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদরঘাট শ্যামবাজারের লালকুঠি ঘাটে খননের কাজে ব্যবহৃত এসব যন্ত্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি জানান, পাঁচ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে জাপান থেকে এ যন্ত্রগুলো আনা হয়েছে।
এগুলো দিয়ে প্রথম পর্যায়ে রাজধানীর বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণের কাজ করা হবে।
অচিরেই শ্যামবাজার থেকে ৩১ হাজার ৫০০ ঘনমিটার বর্জ্য অপসারণের কাজ শুরু হবে বলে জানান শাজাহান খান।
তিনি বলেন, বর্জ্য অপসারিত হলে নদীর নাব্যতা ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো.শামছুদ্দোহা খন্দকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।