আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ১

১ ডিসেম্বর, ২০১২: # ভুত এফএম এর সুমন-সাকিব-জিবরান মিলে ভৌতিষ্ট এর ভিডিও এপিসোড আনবে-আনবে করে দুই বছর কাটিয়ে দিলো। বিলম্ব অথবা মিথ্যা আশ্বাসটায় অবশ্য একটা লাভ হলো। অনুষ্ঠানটার টিআরপি গেলো বেড়ে। রাত জেগে পোলাপান বানানো মিথ্যে ভয়ের গল্প শুনে গ্রাটিফিকেশনে মুতে দিতে লাগলো। মুলা দেখায়ে রেডিও ফুর্তি, অর্থহীন আর রাসেল যা করার করে ফেললো।

শালার ব্রান্ডিং-মার্কেটিং ব্যাপারগুলো এত বছরেও ঠিক ধরতে পারলাম না! # এই মাসটা আসায় ৪১ বছর পেছনে চলে গেলাম। ২০১২ সালের ডিসেম্বরের সূর্যকে মনে হচ্ছে জন্মের আগে না দেখা '৭১ এর সূর্য। এক কলঙ্কিত নারী এসে বলে গেছে, 'আসেন, অতীত ভুলে সামনে তাকাই'। আমি অতীত ভুলতে পারি না। আমার অতীত এতই গৌরবের যে প্রত্যক্ষদর্শী না হওয়ার পরেও এক একটা দিন, এক একটা মাস এলে আমার রোম দাঁড়িয়ে যায়।

শরীরে গরম রক্তের আঁচ অনুভব করি। ভুলে যাই শীতকাল চলে; পৌষ-মাঘ থেকে ডিসেম্বর শব্দটা বেশি অর্থপূর্ণ লাগে। # ১। গত মৌসুমে সম্ভবত: ৩৪ বার গোলপোষ্ট আর গোলবারে বল লাগিয়েছিলো লিভারপুল। এই মৌসুমেও একই কাহিনী চলতেছে।

আজও কেবল প্রথম অর্ধেক খেলা হয়েছে আর তাতেই দুবার পোষ্টে মারা হয়ে গেছে! Liverpool and Post, still a better love story than twilight! ২। বার্সেলোনার সামনে ইতিহাস। আজ বিলবাও এর সাথে জিতলে লা লিগার ইতিহাস সেরা সূচনা হবে। মেসির বার্সেলোনার হয়ে ৩৫০ তম ম্যাচও আজ। আজ গার্ড মুলারের ৮৬ গোলের রেকর্ড ভাঙলে সোনায় সোহাগা হয়।

মাদ্রিদ ডার্বি দেখা হবে না। রাত ৩ টায়। অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য শুভকামনা। ৩। অস্ট্রেলিয়ার সাথে আগের দুটো টেষ্ট দাতে দাত টিপে ড্র করেছে দক্ষিন আফ্রিকা।

এবার পা হড়কাইছে অস্ট্রেলিয়া। ঝোপ বুঝে কোপ দিয়ে দিয়েছে আফ্রিকা। ধৈর্যের প্রতিদান। এটাই টেষ্ট ক্রিকেটের সৌন্দর্য। ২ ডিসেম্বর, ২০১২: # ১।

ইতিহাস বলে বাংলাদেশের বেশিরভাগ জয় পরে ব্যাটিং করে। চেজ করে জেতার পার্সেন্টেজ এত বেশি যে আগে ব্যাটিং পেলে শঙ্কা জাগে। বাংলাদেশ কত রান সেফ বুঝতে না পেরে ব্যাটিংটাও এলোমেলো করে ফেলে। ২। সাকিব পুরো সিরিজের জন্যই বাইরে চলে গেছে।

যদি তোর ডাক শুনে সাকিব নাই আসে তবে বাকিরা মিলে চলো রে। আশাকরি শ্রীলংকা সিরিজে পুরো ফিট সাকিবকে পাবো। ৩। খুলনায় একদিনের ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুন্ন থাকুক। বিজয়ের মাসে পরাজয় চাই না।

# অনুর্ধ ১৯ বিশ্বকাপের পর থেকে আনামুল হক বিজয়কে নিয়ে ফেসবুকে-ব্লগে যথেষ্ট চিল্লাইছি। এমনকি সাকিবের Shakib না Sakib আর ওর নামের বানান এনামুল না আনামুল এটা নিয়েও লিখেছি। জানতাম, জাতি একদিন ওকে নিয়েও সাকিব-তামিমের মত মাতবে! আকরাম-নান্নু-বাশারের পর আমাকে ন্যাশনাল সিলেক্টর করার দাবী জানাচ্ছি। # জেমি সিডন্স একটা জিনিস চালু করে গেছিলো। একটা নির্দিষ্ট স্কোয়াড নিয়েই কাজ করে গেছে।

নতুন কেউকে হুটহাট দলে আনেনি। ব্যাপারটাকে খারাপ বলছি না তবে সেকারণেই হয়তো সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-নাঈমের ওই সময়টার পরে জাতীয় দলে আর তেমন নতুন মুখ বা ঘরোয়া পারফর্মারের তেমন সুযোগ মেলেনি। সম্ভবত: শুভাগত হোম আর শফিউলই এসেছে শুধু। লোটাস কামালেরও কিছু ব্যাপার ছিলো। আবার সময় হয়েছে ঘরোয়া লীগ থেকে তরুণ পারফর্মারদের দলে সুযোগ দেওয়ার।

কেন সুযোগ দেওয়া উচিত তার বড় প্রমান দিয়ে গেলো সোহাগ গাজী, আনামুল, আবুল আর মমিনুলরা! # ১। অন্যসময় যাই করি বাংলাদেশের খেলার সময় হোমপেজ চেক করি। দেখলাম, আনামুলের সেঞ্চুরীর সময় কিছুটা বিলম্ব হওয়ায় অনেকে নেতিবাচক কথা লিখেছে। কারো কথা জানি না, এই বয়সে এসে আমাকে ৩০ হাজার মানুষের চিৎকারের মাঝখানে দাড় করিয়ে দিলে আমি স্রেফ পিচে মুতে দিতাম। আর আনামুলের বয়স তো মাত্র ১৯! টেন্ডুলকার-পন্টিং-ক্যালিসকেও এখনও নার্ভাস নাইন্টিজের শিকার হতে দেখি।

২। মাশরাফি আসলেই একটা সত্যিকারের ফাইটার। বড় ক্রিকেটার হওয়া আর ফাইটারের মাঝে অনেক পার্থক্য। আজ আবার প্রমান দিলো। ৩।

ক্রিস গেইলের ক্যারিবিয়ান ঝড়ের কথা শুনেছিলাম। ওসব আইপিএলে সম্ভব। খুলনায় না। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটাকে পাশে দাড় করিয়ে রেখেছি। ওটা ভেঙে খুলনায় ঝড় উঠাবে গেইল? আচ্ছা, পৃথিবী কি ধ্বংসের মুখে? ৪।

খুলনায় এ যাত্রাও ওডিআইতে অপরাজিত থাকলো বাংলাদেশ। একটা টেষ্ট, দুটো ওয়ানডে; সব হিসেবেও খুলনা থেকে ২-১ এ জিতে ফিরছে বাংলাদেশ। ৫। পোলার্ড শেখ আবু নাসের স্টেডিয়াম পার করতে পারে না আর হুঙ্কার ছাড়ে বল খুলনা থেকে মিরপুর পাঠিয়ে দিবে! আরে ওরকম হুঙ্কার মির্জা ফকরুলও ছাড়ে! এখন পোলার্ডকে ভ্যানে করে খুলনা থেকে ঢাকা পর্যন্ত আনার ব্যবস্থা করা হোক। কোন প্রবাদটা বলবো, 'যত গর্জে তত বর্ষে না' নাকি 'গরীবের ঘোড়ারোগ'? ৬।

ওয়েষ্ট ইন্ডিজ উন্নতি করছে। আমি আশাবাদি, তারা আরও ভালো করবে। আরও প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারবে। পুরানো দল হিসেবে তাদের সম্ভাবনা যথেষ্টই। দলে ব্রাভো-স্যামুয়েলস-নারাইনের মত প্রতিভাবান খেলোয়াড় আছে।

যে কোনো মুহূর্তে 'আপসেট' ঘটাতে পারে দলটা। ভালো করা সময়ের ব্যাপার। ওদেরকে আরেকটু সময় দিতে হবে। # ১। মেঘদলের 'শহরবন্দি' অ্যালবামটা আগেই শুনেছিলাম।

বেশ লেগেছিলো। কদিন আগে @[100000000171927: শফিউল জয়] ভাইয়ের মেঘদলকে নিয়ে লেখাটা পড়লাম। এখন মেঘদলের দুটো অ্যালবাম 'শহরবন্দি' আর 'দ্রোহে মন্ত্রে ভালোবাসা' শুনলাম। মেঘদলকে অন্যভাবে আবিষ্কার করছি। হোক দুটো অ্যালবাম, বাইশটা মাত্র গান; প্রিয় হতে মাত্র একটা গান লাগে! ২।

'রণি, ৭ তারিখ ঢাকা চলে আসো। শুক্রবার আছে। একসাথে বাংলাদেশের খেলা দেখবো। তুমি আসলে আমার যাওয়া হবে। ' আমাকে এভাবে ডাকার অধিকার হাতে গোনা দু' চারটা বন্ধু বাদে আছে শুধু @[100000180377564: Dr-Shuvro] দাদার।

তার সাথে আমার অসংখ্য স্মৃতি। এমনকি এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারত ম্যাচে মিরপুরে জয়ের সাক্ষী হয়েছিলাম একসাথে। মা কে বললাম যাই, মা কিছু কারণ দেখিয়ে না করে দিয়েছে। দাদা, তবু শেষ চেষ্টা করবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.