আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কবি আল্লামা ইকবাল ও কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ

আমি কেবলই আমার মতো পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কবি আল্লামা ইকবাল এবং পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ উভয়েই জন্মগতভাবে মুসলমান ছিলেন। শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। ইকবাল ছিলেন উর্দু ভাষার অন্যতম সেরা কবি। মজার ব্যাপার হলো এদের দুজনের কেউই ধর্মকর্ম কোনদিন ভুলেও পালন করেন নি। মোহাম্মদ আলি জিন্নাহ নাকি পশ্চিম দিকে তাকিয়ে পারতপক্ষে বসতেনও না।

অন্যান্য অভ্যাসের কথা নাই-বা বললাম! কিন্তু উনি একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করেছেন। সেলুকাস! পক্ষান্তরে কবি আল্লামা ইকবালকে অনেকেই নাস্তিক কবি বলেই মনে করে। সৃষ্টিকর্তা সম্পর্কে উনার দুটি পংক্তিই তাঁকে বুঝতে সাহায্য করে। সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে লেখা দুটি লাইনের বাংলা অনুবাদ এরকম "কখনো আমাদের সঙ্গে কখনো অন্যদের সঙ্গে তোমার ভাব কথাটা মুখে আনতে নেই__ তুমিও তো হরঝাঈ" এখানে ব্যবহৃত 'হরঝাঈ' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে 'সর্বব্যাপী' ও 'সর্বগামী' কিন্তু চলতি ভাষায় 'বহু পুরুষের সয্যাগামিনী' অর্থেই ব্যবহৃত হয়। এখানে আরও মজার ব্যাপার হলো যে, ইকবালের এমন কথার পরেও তাঁকে কেউ কোনদিন পাকিস্তানীরা অশ্রদ্ধা করেন নি।

আজব বটে! আমার কথাঃ আমি কোন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এটা লিখছিনা। ইকবাল একজন কবি এটাই আমার কাছে বড় পরিচয়। বরং আমি ভাবছি যে, বাংলাদেশে একটু চুন থেকে পাণ খসলেই মোল্লারা নাস্তিক ফাস্তিক ইত্যাদি বলে গালাগালি করে। অনেক কবিই দেশছাড়া হয়েছেন এজন্যে। অথচ পাকিস্তানের মতো একটি সাম্প্রদায়িক দেশেও ইকবালের ক্ষেত্রে এমন কেউই ভাবেনি, ভাবেনা এবং ভাববে বলেও মনে হয়না।

পাকিরা তাঁকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা জ্ঞান করে অদ্যাবধি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.