আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথের উন্নয়নে প্রবাসীদের অগ্রণী ভুমিকা পালন জরুরী

নাজমুল ইসলাম মকবুল লন্ডনের বেতার বাংলার সাথে সাক্ষাতকারে কবি নাজমুল ইসলাম মকবুল য় বিশ্বনাথের উন্নয়নে প্রবাসীদের অগ্রণী ভুমিকা পালন জরুরী প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের অধিকাংশ গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেনি। ফলে অধিকাংশ গ্রামের কচি কাচারা প্রাথমিক শিক্ষার জন্য ঝুঁকি নিয়ে দুরের শিাপ্রতিষ্ঠানে যেতে হয় প্রতিনিয়ত। এতে তারা নানা ধরনের দুর্ঘটনারও সম্মুখীন হয়। এছাড়া বিশ্বনাথ উপজেলা সদরে বিপুল পরিমাণ জনসাধারনের বসবাস সত্ত্বেও খুব অল্প পরিমাণ জায়গায় একটি মাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। ওই বিদ্যালয়ের শ্রেণীকে গাদাগাদি করে নির্দিষ্ট আসনের চার পাঁচগুণ বেশী ছাত্র ছাত্রী বসতে বাধ্য হচ্ছে।

বিদ্যালয়ে কোন খেলার মাঠও নেই। শিগগিরই বিশ্বনাথের বাসিয়া নদীর উত্তর পারে অন্তত আরেকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরী। এছাড়া অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক শিকিাদের উদাসীনতার কারনে লেখাপড়ার মান বাড়ছেনা। ফলে অনেকে বাধ্য হয়েই তাদের সন্তানদের বাড়তি কষ্ট ও খরচের ঝামেলা সত্ত্বেও শহরে নিয়ে নামী দামী প্রতিষ্ঠান বা কিন্ডার গার্টেন এ ভর্তি করতে বাধ্য হচ্ছেন। সিলেটের সবচেয়ে কাছের উপজেলা হওয়া সত্ত্বেও বিশ্বনাথে এখনও পাইপ লাইনের মাধ্যমে গ্যস সরবরাহ, ফায়ার সার্ভিস স্টেশন, মুক্তিযোদ্ধাদের নামফলক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌরসভা বাস্তবায়ন, বাসিয়া নদী খনন, ভাঙ্গাচোরা রাস্তা ঘাটের সংস্কার না হওয়ায় জনসাধারনের মধ্যে বিরাজ করছে হতাশা।

তাই প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও প্রবাসীরা দেশে শিল্প প্রতিষ্ঠান কল কারখানা গড়ে তুলতে আগ্রহী হচ্ছেননা। বিশ্বনাথের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাসন রাজার রামপাশার বাড়ীটি অযতেœ অবহেলায় পড়ে থাকায় পর্যটকেরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। এর সুষ্টু রনাবেনসহ হাসন রাজা মিউজিয়াম নির্মাণ করে সেখানে একটি আকর্ষনীয় পর্যটন স্পট গড়ে তুলা খুবই প্রয়োজন। এজন্য হাসন রাজার বংশধরসহ সংশ্লিষ্টদেরও এগিয়ে আসতে হবে। বিশ্বনাথের উন্নয়নে প্রবাসীদেরও অগ্রণী ভুমিকা পালন জরুরী।

সিলেট লেখক ফোরাম এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি, টেমস বাসিয়া সম্পাদক কবি নাজমুল ইসলাম মকবুল গত ৩১ মে শুক্রবার লন্ডন সময় বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী ইউরোপের জনপ্রিয় রেডিও ‘বেতার বাংলা’য় টেলিকনফারেন্সের মাধ্যমে সাাতকার প্রদানকালে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বিশ্বনাথের সাহিত্য সাংবাদিকতা সম্পর্কেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিশ্বনাথবাসীর প থেকে সকল প্রবাসীদের অভিনন্দন জানান। এসময় যুক্তরাজ্যে বসবাসরত বিশিষ্ট কবি গীতিকার ও পুঁথিপাঠক আবু সুফিয়ান লন্ডনের জনপ্রিয় ‘সাপ্তাহিক বাংলা সংলাপ’ পত্রিকায় ওইদিন প্রকাশিত সংখ্যার সাহিত্য পাতায় ছাঁপা হওয়া কবি নাজমুল ইসলাম মকবুল রচিত দুটি কবিতার অংশবিশেষ শ্র“তাদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনান। শ্রুতাদের বিশেষ অনুরোধে কবি নাজমুল ইসলাম মকবুলকে বেতার বাংলায় শিগগিরই আবারও আমন্ত্রণ জানানো হবে বলে কর্তৃপ ওই অনুষ্ঠানেই ঘোষনা দেন। উল্লেখ্য সাাতকারটি সরাসরি সম্প্রচার করা হয়।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।