আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধার প্রজন্ম’র ঈদ পূণর্মিলনী সভায় বিশ্বনাথের ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী

নাজমুল ইসলাম মকবুল

মুক্তিযোদ্ধার প্রজন্ম’র ঈদ পূণর্মিলনী সভায় বিশ্বনাথের ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘মুক্তিযোদ্ধার প্রজন্ম’র ঈদ পূণর্মিলনী সভা গত ৯ অক্টোবর শনিবার বিশ্বনাথ পুরান বাজারস্থ কার্যালয়ে ‘মুক্তিযোদ্ধার প্রজন্ম’র সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে খনিজসম্পদে ভরপুর বৃহত্তর সিলেট একটি সমৃদ্ধ এলাকা। দীর্ঘদিন যাবৎ এখানকার গ্যাস পাইপলাইনের মাধ্যমে দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সিলেটের সবচেয়ে কাছের উপজেলা হওয়া সত্বেও এখানে আজ পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয়নি। দীর্ঘদিন যাবৎ দাবী তোলা সত্বেও কর্তৃপ এ ব্যাপারে নজর দেননি।

অথচ বিশ্বনাথবাসীর প্রাণের দাবী উপজেলার প্রতিটি ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার জন্য এখানকার সচেতন জনসাধারন দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে ও আন্দোলন করে আসছেন। কিছু দিন যাবৎ কামাল বাজার হয়ে বিশ্বনাথ উপজেলার পূর্ব প্রান্তে মুন্সির বাজার পর্যন্ত গ্যাস সরবরারহ করা হচ্ছে। এখন উপজেলার সর্বত্র গ্যাস সরবরাহের ব্যবস্থা করা সময়ের দাবী। বিশ্বনাথে গ্যাস সরবরাহ করা হলে সর্বস্তরের মানুষের জ্বালানী সংকট নিরসন হবে এবং উপজেলায় প্রবাসীদের অর্থায়নে শিল্প কল কারখানা গড়ে উঠবে। তাই বিশ্বনাথ উপজেলার ঘরে ঘরে গ্যাস সরবরাহের ব্যবস্থা করার জন্য আমরা বিশ্বনাথ উপজেলাবাসীর প থেকে জোর দাবী জানাচ্ছি।

সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্য মইনুল হুসেন মামুন, সদস্য সিতাব আলী, জয়নাল আবেদীন, আজিজুর রহমান প্রমূখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.