অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।
একটি ১৮+ ফেসবুক পেজ অ্যাডমিনের স্ট্যাটাস তুলে ধরলাম নিচে। সাথে স্ক্রিনশট।
প্রশ্ন হল ইন্টারনেট উৎসব থেকে আমাদের পাবার কথা ছিল প্রযুক্তিতে চৌকস এক ঝাঁক তরুণ প্রাণ। সেখানে আমরা পাচ্ছি একটা নর্দমার কীট। সবার কথা বলছি না। ফেসবুকেই এমন কয়েকটা ছেলেকে চিনি যারা ইন্টারনেট উৎসবে বিজয়ী আর যথেষ্ট মার্জিত। এথিক্যাল জ্ঞান টা এখন অনেক বেশি দরকার।
►► আপনাদের কাছে আমি ১ মিনিট সময় চাচ্ছি; সিরিয়াস পোষ্ট ◄◄
আমি এই পেইজের এডমিন বলছি। আপনার এই ১ মিনিটের সহযোগীতাই সারা বাংলাদেশে আমাকে বিজয়ী করে তুলতে পারে! এখন পর্যন্ত ৫০০০+ লাইক এয়ে আমি প্রথম স্থানে আছি!
একটি স্কুল-কলেজ ভিত্তিক প্রতিযোগীতায় এই পেইজের এডমিনের ছবি এসেছে! সারাদেশের অংশগ্রহনকারীদের ছবির মধ্যে যে ছবিতে যার বেশী লাইক পড়বে পড়বে সেই হবে চূড়ান্ত বিজয়ী! তাই, ১ মিনিট সময় দিয়ে... আমার ছবিটিতে একটি লাইক ও শেয়ার করে আমাকে জয়ী হওয়ার সুযোগ করে দিন। আপনার এই ১ টি লাইক ও ১টি শেয়ার আমাকে বিজয়ী করে দিতে যথেষ্ট!
নিয়মঃ পোষ্টে দেওয়া লিংকে ক্লিক করুন ! পিসি ইউজারদের ও মোবাইল ইউজারদের জন্য আলাদা আলাদা লিংক দিলাম । লিংকে ক্লিক করলেই ছবিটি আসবে! এবার ছবিটিতে ১ টি লাইক দিন ও ছবিটি শেয়ার করে দিন আপনার ওয়ালে!
লিঙ্ক দুটো সরিয়ে দিলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।