আমাদের কথা খুঁজে নিন

   

আপনার সম্পর্কে ১০টি চরম সত্য ঘটনা যা আমি জানিঃ

এখানে যে কি থাকবে তা নিজেই জানি না। ১) আপনি এটি পড়া শুরু করে দিয়েছেন। ২) আপনি মোটামুটি ভাবে ধরে ফেলেছেন যে এটা একটা ভুয়া জিনিস । ৪) তবে একটা জিনিস ধরতে পারেননি এবং সেটা হল তিন নম্বরটি বাদ পড়েছে। ৫) আপনি এইমাত্র তা পরীক্ষা করলেন এবং দেখলেন যে ঘটনাটি সত্য।

৬) আপনি হাসছেন আবার হাসছেনও না। ৭) তারপরও একটি ফালতু লেখা জেনেও আপনি এই লেখাটি পড়া চালিয়ে যাচ্ছেন। ৯) কিন্তু, আপনি আবারো খেয়াল করেননি; আ মি আট নম্বর বাদ দিয়েছি। ১০) আপনি এটা চেক করলেন এবং চিন্তা করলেন, আরে আমিতো পয়েন্টগুলো খেয়ালই করি না শুধু পড়ে যাই বাদ যেতেই পারে । ১১) জিনিসটা আপনাকে একটু হলেও আনন্দ দিয়েছে।

১২) আপনি হয়তো খেয়াল করেননি অথবা ভাবছেন কি ব্যাপার এখানে ১০টি চরম সত্য বলা হয়েছে, ১২টি দেয়া কেন । .......কিন্তু এখানে ১০টাই আছে যেহেতু ২টা পয়েন্ট ছিল না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.