প্রতি টি মানুষের লুকানো কিছু আবেগ থাকে যা কখনো কাউ কে বলা হয় না। শুধু বোবা কাঁন্নার মত সারা জীবন কাঁদতে হয় সেই আবেগের কারণে। আমি ও কাঁদি সারা জীবন কাঁদবো এভাবে।। আমার বয়স খুব বেশিনা, এর মাঝেই ২জন প্র্রিয় বন্ধু্র হারিয়ে যাওয়া দেখেছি। দেখেছি জীবনযুদ্ধে হেরে যাওয়ার গল্প। আর তা থেকেই বু্জতে শিখেছি জীবনের শেষপ্রান্তে শুধুই পরাজয়। যাদের প্র্রিয় মানুষ হারানোর বেদনা আছে তাদের জন্যই এ লেখা... ||জীবনযুদ্ধ|| কান্না দিয়ে হয় শুরু.... তবুও জ্বালিয়ে ঘরের প্রদীপ.... কেউবা হয় স্বপ্নে বিভোর.... নানা উৎসবে পায় পরিচয়.... এতো কেবল শুরু.... শেষ কোথায় তা অজানা.... দুনিয়ার ঠিকানা খুঁজে নিয়ে.... প্রকৃত ঠিকানা ভুলে গিয়ে...... মাঝে শুধুই পাত্র বদল....... হয়তো কখনো কিছু মানুষের মন দখল..... কখনো কেঁদে ওঠে সার্থকতায় অথবা বের্থতায়.... সুখ থাকে খনিকের...... এভাবেই চলে অমসৃণ পথে বয়ে চলা ...... আসে যখন আসল ঠিকানা...; কাঁদিয়ে যায় পুরো দুনিয়া..... জীবনযুদ্ধ এমনি কেঁদে যার শুরু..... কাঁদিয়ে যার শেষ.....!! এবং যার শেষপ্রান্তে শুধুই পরাজয়......|| উৎসর্গ- দুজন প্রিয় বন্ধু হাসান এবং রতনকে যাঁদের "বিদায়'' কথাটি বলতে পারিনি | তোরা যেখানেই থাকিস ভালো থাকিস |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।