তোমরা কি কেউ জেগে নেই দ্যাখো, কি রকম পথ ভুলে যাচ্ছে নদী অরণ্য হয়ে যাচ্ছে বিরাণ মানুষের মগজ হয়ে যাচ্ছে যন্ত্র বিবেক ও আবেগের হরমন এখন বহুজাতিক কোম্পানির বোতলে বাজারজাত তোমরা কি টের পাচ্ছনা সেসব ! তোমরা কি অঘোরেই ঘুমাবে এতোটা কাল ? ওঠো জেগে ওঠো এবার ৫২ জেগে ওঠো । ৬৯ জেগে ওঠো। ৭১ জেগে ওঠো। ৮৭ ও ৯০ জেগে ওঠো । জাগো ও জাগাও বাঙালী বিবেক -প্রান্তিক জসীম ১,১২,১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।