মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd কেউ প্রমাণ করতে পারব না ব্লগে ছাগু আর বাগি ছাড়া কোনদিন কাউরে গালি দিছি। আর ওগরে গালি দিলেও প্রথম আমি দেই নাই। ওরাই প্রথম যুক্তি-তর্কে না কুলাইয়া গালি দিছে।
কালকে একটা রাজারবাগি নুরুল হুদা (শান্ত) তথ্যের বিকৃতি ঘটিয়ে আমাকে গালিবাজ হিসাবে প্রমাণ করার চেস্টা করছে। সে বলেছে, আমার গালাগালি করা কমেন্টগুলো নাকি সে ডিলেট করে দিয়েছে।
আমার যে কমেন্টটা সে ডিলেট করেছে সেটা তার কমেন্ট মডারেশনে থাকার কথা, সে যদি প্রমাণ করতে পারে যে আমার সে কমেন্টগুলোতে গালাগালি ছিল তাহলে ব্লগিংই ছাইড়া দিমু।
রাজারবাগি নিকদের লিস্ট তৈরি করার পর থেকেই ওরা আমার ক্ষ্যাপা ছিল। আমার নাম বিকৃত করে জায়গায় জায়গায় আমাকে -বালতামাশ- বলেছে।
সে সময়ও আমি চুপ ছিলাম কিছু বলি নাই।
আমাকে জঘণ্য রকমের গালাগালি করেছে, সেটাও গত কয়েকদিন যারা ব্লগে ছিলেন তাদের জানার কথা।
কয়েকদিন রাজারবাগি শান্ত একটা পোস্ট দেয়, তাতে লেখা কওমি মাদ্রাসার দুই জন হুযুর রাজারকার ছিল, তাই তাদের সবার বিচার করতে হবে।
আমি কওমি মাদ্রাসা সম্পর্কে ভালভাবেই অবহিত। তাই তার পোস্টে কমেন্ট করলাম
-পাগলের প্রলাপ-
কারণ এই শিক্ষা ব্যবস্তার দুই এক জনের কারণে যদি তাদের সবাইকে রাজাকার বলা হয়, তাহলে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে কি কোন রাজাকার বের হয়নি?
সে উত্তরে লেখে, আপনি কি তাহলে রাজাকারদের বিচার চান না?
আমি লিখি, কেডায় কইছে আমি বিচার চাইনা?
সে আমার এই কমেন্টটা ডিলেট করে দেয় এবং বলে এটা অপ্রাসংগিক কমেন্ট।
সে লিখেছে আমি নাকি তাকে হুমকি দিয়েছি। অথচ আমি তাকে প্রশ্ন করেছি, একজন আলেমকে চিনে কিনা, যার সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু পরিবারের সুসম্পর্ক রয়েছে এবং এই কারণে বিএনপি সরকারের সময় তাকে জেলও খাটতে হয়। এটাতে হুমকির কি আছে?
সে পোস্টের মাধ্যমে আমার যে কমেন্টটা মুছার দাবি করেছে সেটা গতকালকের আর কমেন্ট মুছার ঘটনা তিনদিন আগের। সে শুধু আমার কমেন্ট না, ব্লগার ভিমরুল ও নিয়েল হিমুর কমেন্টও সে মুছে দেয়। সেগুলোতেও কোন গালাগালি ছিল না।
যত কিছুই হোক রাজারবাগিসহ সব ভন্ডদের বিরোদ্দে লড়াইয়ে নেমেছি। ইনশাআল্লাহ ওদের শেষ দেখেই ছাড়ব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।