আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজার ধ্বংসাবশেষ সরানোর পর সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক আমাদের নিহত ভাই বোনদের স্মরণে।।

শূন্যতা সাভারের ধ্বসে পড়া রানা প্লাজার জায়গাটিতে সম্পূর্ন উদ্ধার কাজ সম্পন্ন হবার পর দালানের বাদবাকি অংশ ক্র্যাশ করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মান করা হোক। এটা বাংলার একজন সাধারন জনগন হিসেবে আমার দাবি। যুদ্ধাবস্থা, দূর্ভিক্ষ ও হাতে গোনা দু'একটি ঘূর্নীঝড় ছাড়া বাংলাদেশে এমন মানবিক বিপর্যয় নজিরবিহীন। তাই এই জায়গাটা সাক্ষ হিসেবে থাকুক। আমরা স্মরণ করবো আম বাংলার আম জনতা দু'মুঠো ভাতের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসে অর্থলোভী পিশাচদের চাপে মাটিতে পিশে গ্যাছে।

তারা এখানেই থাকুক। আমি বিশ্বাস করি এই জায়গাটা নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলে ও সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মান করা হলে বিষয়টা আমাদের স্মৃতিতে থাকবে। আমরা আমাদের এতোসব ভাই বোনদের এমন নির্মম মৃত্যুর কথা ভুলে যেতে চাইনা। আমরা এটা মনে রাখতে চাই ও ভবিষ্যতে সতর্ক থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রইলো এই জায়গায় একটি স্মৃতিস্তম্ভ নির্মান করবার জন্য, যা কিনা বাংলার ইতিহাসের আরেকটি বেদনার দিনের স্মৃতি বহন করবে।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.