আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া কি বললেন? ভেবে বলেছেন তো!!!!! (এক বুড়ি আরেক বুড়িরে কয় নানী)

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল খালেদা জিয়া গতকালের (২৮ নভেম্বর ২০১২) জনসভায় বলেছেন দেশটা কোনো এক পরিবারের সম্পদ নয়। দেশের মালিক জনগণ অতএব পরিবারতন্ত্রের কাছে দেশ জিম্মী থাকতে পারে না। তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক সরকার এর মাধ্যমে নির্বাচন করতে হবে এবং জনগণই নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে। চমতকার কথা।

আমি নিজে সাধুবাদ জানাই খালেদা জিয়ার এই মন্তব্যের জন্য। কিন্তু মুস্কিলটা হলো দেশটা তো পরিবার দিয়েই চলছে। যখন যারা ক্ষমতায় থাকে তাদের পরিবারই তো দেশ চালায়। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ভবিষ্যতের নেতা, এরশাদের ভাই ভবিষ্যতের নেতা, শেখ হাসিনার পুত্র জয় এর ছবি দিয়ে তো পোস্টার ছাপানো শুরু হয়ে গেছে। খালি শীর্ষ নেতাদের পরিবার নয়, স্থানীয় পর্যায়ের নেতারাও পরিবার দিয়ে শাসন করছেন।

আনোয়ার জং এর পুত্র মুরাদ জং, বি চৌধুরীর পুত্র, ক্যাপ্টেন মনসুর এর পুত্র, খন্দকার দেলোয়ারের পুত্র। সবাই তো রাজনিতিতে। রাজনীতি মানেই তো পরিবারের দাপট, আজ এ পরিবার কাল সে পরিবার। এই পরিবার তন্ত্রই তো বাংলাদেশের রাজনীতির মূল নিয়ামক। খালেদা জিয়া কি ভেবে চিন্তে এই কথা বলেছেন? নিজের পরিবারের শাসনের কথা সবাই জানে, পুত্র, ভাই, বোন, ভাগ্নে, এগুলো দিয়েই তো চলেছে বিএনপির সরকার।

সম্পদের ভাগ বাটোয়ারা তো হয়েছে সেই হাওয়া ভবনে। আওয়ামী লীগও কম যায় না। এখানে তো বেয়াই, চাচা, ভাইয়ের শালা এরকম অসংখ্য উপাদান দেখা যায়। আওয়ামী লীগ পরিবারটিকে আরো বড় করেছে। সেদিন কথা হচ্ছিল একজন সাধারণ মানুষের সাথে।

বলল, বিএনপি শাসনের একটা সুবিধা আছে--- এদের নেতা কম তাই দাপট দেখানো লোকও কম। আওয়ামী লীগের নেতার সংখ্যা বেশি। রাস্তাঘাটের, পানের দোখানে, এমনকি বাসের মধ্যেও এদের নেতা পাওয়া যায়। এক ঘন্টার ভ্রমণ করলেও সেখানে আওয়ামী ভ্রমণ লীগ গড়ে ওঠে। হয়ে যায় নতুন নেতা।

আর এই নেতাদের জ্বালাতেই সাধারণ বেশি অস্থির। তবে-- পরিবার তন্ত্র আমরা চাই না। খালেদা জিয়াও চান না। তাহলে তাদের অঙ্গীকার করতে হবে তার পরিবারের কাউকে তিনি প্রশ্রয় দেবেন না। অপরাধ করলে শাস্তি নিশ্চিত করবেন।

সব কিছুকেই মিথ্যা মামলা বলে প্রত্যাহার করে বিতর্কিত মানুষকে ফুলের মতো পবিত্র বলে চিহ্নিত করার চেষ্টা করবেন না। তাহলেই বুঝবো তিনি পরিবার তন্ত্রের বিরোধী। তবে শেষ কথা হলো----খালেদা পরিবারতন্ত্রের বিরোধী-- এইডা একটা জোক। এক বুড়ি আরেক বুড়িরে কয় নানী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.