নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
আকালু বলেছিল এই নিয়ন শহর ছেড়ে
চরের ফিকে মাটিতে বসত গড়বে
তাকে দেখতে পেলাম দামাদামি করে জীবন কিনতে, বস্তুত এক ডজন পানিফল, পানির মতোই নোনতা স্বাদ;
ট্রেনের সিগনালের মতো মাথা নত করে সে
আজ ঘরে ফিরল না। ট্রেন মরা জীব হয়ে হুইসেল ছুড়তে পারে, মানুষ পারবে না?
তীব্র গরমে ঘামগ্রন্থি ভীষণ সচল, কোদালে অনেক ধার। গামছার মুঠ ভর্তি টাকা আয় হলে সে শহরেই থাকবে
ওজুখানার গেটে সাদা কাছিমের মতো উপুর করা টুপি সাজিয়ে পূণ্যবান হকার ডাকে।
আকালুকে মরণশীল মনে করায়। আজ মরার আগ্রহ নেই
একটা কষ্ট কিনলে একশটা যন্ত্রণা ফ্রি, হকার ডাকছিল - তার সময় নেই
পায়ের তলায়
গাদ জমেছে হেটে আসা বৃষ্টির পানিতে
পাশের ভদ্রলোককে থামিয়ে সে জেনে নিল, বলাকার শো
কয় ঘন্টা বাকি? জেনে রাখা ভাল। সস্ত্রীক একটা
বিনোদন যদি বা মিলে যায় রিয়ার স্টলে,
মানুষ জন্মেই তো সখের ইচ্ছায়
কোলের ছেলেটাকে নিয়ে মগরেবের ঠিক আগে আগে একহালি ডিমের বদলে একটা মুরগির ছানা নিয়ে সে ফিরল মে দিবসে।
ওটা সে যত্নে বড় করবে।
---
ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।