একটি ষাঁড় ও একটি মুরগি আলাপ করছিল। মুরগিটি আফসোস করে বলল, আজ আমি তিন বছরে পা দিয়েছি। অনেক দিন ধরে আমার স্বপ্ন, ওই গাছটার আগায় উঠব; কিন্তু হায়! আমার যে এত শক্তি নেই!' উত্তরে ষাঁড়টি বলল, 'তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো, এতে অনেক পুষ্টি আছে।'
কথামতো মুরগি পেট পুরে গোবর খেল এবং দেখল যে সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল। দ্বিতীয় দিন আবার গোবর খেল এবং আরেক শাখা ওপরে উঠল। তৃতীয় দিন সে গোবর খেয়ে গাছের আগায় উঠতে সক্ষম হলো।
কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে গুলি করে তিনি মুরগিকে গাছ থেকে নামালেন।
শিক্ষণীয় বিষয় : ফাঁকা বুলি (বুলশিট) হয়তো তোমাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।