আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্রাজেডি

আজমপুর বাসস্ট্যান্ড। চায়ের দোকানে কিছু মানুষ বসা। উষ্কখুষ্ক চুল,পড়নে লুঙ্গি। কথাবার্তায় বোঝা গেল তারা সাভার ফেরত। জিজ্ঞেস করলাম-- --সাভার গেসিলেন নাকি? --হ ভাই।

--কেউ ডাইকা নিয়া গেসিল নাকি এমনেই গেসিলেন? --না কেউ ডাকে নাই। আমরাই গেসিলাম। -- ও আচ্ছা। কি কাজ করেন আপনারা? --বিল্ডিং ভাঙ্গি। দিন মজুর।

দিন আনে দিন খায়। জানে ওখানে গেলে সারাদিন আয় রোজগার হবে না। তবুও শুধুমাত্র দেশের মানুষের প্রতি ভালবাসা থেকেই ছুটে গিয়েছিলেন সাহায্যের জন্য। আর সালার যাদের ভোট দিয়ে নির্বাচিত করলাম যাতে সুখে দুঃখে পাশে পাই,তারা আছে ফালতু কথা বলা নিয়ে ব্যাস্ত!! ধিক!! সাভার ঘটনার পর আমার উপলব্ধি-- " সাধারণ বাঙ্গালীর উপর বিশ্বাস হারানো পাপ, রাজনীতিবিদ বাঙ্গালীকে বিশ্বাস করা মহাপাপ" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।