আমাদের কথা খুঁজে নিন

   

ফতুল্লা থেকে গুলি, শ্যুটারগানসহ গ্রেপ্তার ৩

ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে ২ রাউন্ড গুলি, ১টি ওয়ান শ্যুটারগানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর একটি টিম। গ্রেপ্তারকৃতরা হল আনোয়ার হোসেন রানা (২৮), শিমুল হোসেন ওরফে শাহাবুদ্দিন (২৯) ও আসাদউল্লা জনি (২৮)। মঙ্গলবার রাত সোয়া ৮টায় তাদের গ্রেপ্তার করে গতকাল দুপুর আড়াইটায় ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই ফজলুল হক তালুকদার জানান, গ্রেপ্তারকৃত রানা বাবুল হোসেনের ছেলে, শাহাবুদ্দিন মৃত মোতালেবের ছেলে ও জনি মৃত হাবুল কাজীর ছেলে। তাদের সবার বাড়ি ফতুল্লার দাপা ইদ্রাকপুরে। মঙ্গলবার র‌্যাব -৩’র একটি টিম ওই এলাকায় হানা দেয়। এ সময় রানার কাছে ১ রাউন্ড গুলি ভর্তি ওয়ান শ্যুটারগান, শাহাবুদ্দিনের কাছে ১ রাউন্ড গুলি পাওয়া যায় বলে দাবি করেছে র‌্যাব। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো: জিন্নাত আলী মোল্লা বাদি হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করেছে। যার নং-৮৬।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.