২৪-১১-২০১২ তারিখে দুপুর বেলা ০১৭৫২৪৪৩৪৬৯ নম্বর ফোন থেকে একটা কল পেলাম। যে ফোন করেছে তার বক্তব্য সে ভুল করে আমার নাম্বারে ১,০০০ টাকা ফ্লেক্সিলোড করেছে। টাকাটা যেন আমি তার ফোন নম্বরে ফ্লেক্সি করে ফেরত পাঠাই। আমার মোবাইলের এস্ এম এস চেক করে দেখার জন্যও সে অনুরোধ করল। আমি কথা শেষ করে এস্ এম এস চেক করে দেখলাম দুটো মেসেজ এসেছে ১,০০০ টাকার ফ্লেক্সি হয়েছে জানিয়ে । মেসেজ গুলোর ভাষা এবং ফরম্যাট গ্রামিন ফোন কোম্পানির এধরনের মেসেজ এর মত এবং নিঁখুত তবে সেগুলোর প্রেরক ০১৭৫২৪৪৩৪৬৯। এর মানে যে আমাকে ফোন করেছে, ফ্লেক্সি সংক্রান্ত মেসেজ গুলো সেই পাঠিয়েছে আমার কাছ থেকে টাকা হাতানোর জন্য। এ ধরণের প্রতারণা থেকে নিজে সতর্ক থাকুন । আপনার পরিচিত সবাইকে সাবধান করে দেয়ার জন্যও অনুরোধ জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।