https://www.facebook.com/tanvir.mh ধন্যবাদ জানাতে চাই জাকির ভাইকে। সরি যুকারবারগ ভাইকে। তিনি কোন ফ্লেক্সিলোদের দোকান খুলে ১০,২০ টাকা লোডের মাধ্যমে ফেসবুক ইউজ করার সিস্টেম তৈরি করেননি। ফ্লেক্সিলোদের দোকান শাট ডাউন হয়ে গেলেও জাকির ভাইয়ের দোকান খোলা থাকবে। ফোনে বাতচিত করা বরাবরই আমি ডিজলাইক করি।
তাই আমার জন্য তেমন দুশ্চিন্তার কারন নয় এটা। তবে কিছু কথা থেকেই যায়।
আজ দোকানে ফ্লেক্সি করতে গিয়ে শুনি ৫ টাকা বেশি দিতে হবে।
জিজ্ঞেস করলাম কেন?
তার উত্তর কাল থেকে ধর্মঘট তাই।
কাল থেকে ধর্মঘট তো আজকে টাকা বেশি কেন রাখবেন?
সবাই নেয় তাই সেও নিবে এবং এটাই তার কাছে নাকি শক্ত যুক্তি।
তাদের উপর চেপা বসছে মোবাইল কোম্পানি আর তারা সেই চাপ ঠেলে দিচ্ছে আমাদের উপর।
চাপ সামলাতে না পেরে ফেক্সি না করেই বাসায় ফিরলাম
এবং বাসায় ফিরেই এসে মোবাইল বন্ধ করে দিলাম। যা ব্যাটা জাহান্নামে যা। পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে কার্ড নিয়ে আসবো তবু ঐ ব্যাটার দোকানে যামুনা।
পরিশেষে একটা কথাই বলতে চাই, ফ্লেক্সিলোড ব্যবসায়ীদের আন্দোলনের যৌক্তিকতা আছে।
মোবাইল কোম্পানির মালিকরা আপনদের হাজার টাকায় মাত্র ২৭ টাকা লাভ দিয়ে ঠকিয়ে যাচ্ছে। কিন্তু আন্দোলনের নামে সাধারন জনগনের পকেট থেকে বাড়তি টাকা নিয়ে আপনারা মোবাইল কোম্পানির মালিকদের মতই আচরন করতেছেন আমাদের সাথে। এ ধরনের আচরনের জন্য আপনাদের কররা ভাবে মাইনাস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।