আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মিলন

শহীদ মিলন ---------------- মিলন, আপনি মুহূর্তে গুলিবিদ্ধ হলেন, তখন গুলিবিদ্ধ হলো যেন বহুজন আর সেই সাথে মানুষেরা ব্যথা জাগানোর রোষ নিয়ে ফেটে পড়লো দগ্ধ-ক্ষোভে সন্ধ্যা নেমে এলো তারপর নেমে এলো সান্ধ্য-আইনের অত্যাচার না, মানুষ ঘরে রইলো না রাস্তায় নামলো গুলিবিদ্ধ অনেকে আরও আপনার পলিণতি নিয়ে পরিণত করলো একই পথ যে-পথে মানুষ দলে দলে উপস্থিত হলো, রোধমুখী চেষ্ঠা ব্যর্থ হলো, প্রতিরোধে-বোধে জ্বলে উঠলো বিবেক-তাড়িত চঞ্চলতা, যে-বোধের কাছে পরাজিত হলো, সন্ত্রাসী-শাসন আর দৈর্ঘ্য-প্রস্থে ঘনীভূত রাত। মিলন, আপনি মিলনের পথে টেনে এনে দাঁড় করিয়ে দিলেন দৃঢ়ভাবে সবাইকে ফোটালেন চোরাস্রোতের বিরুদ্ধে স্বচ্ছ-জলধারা। ---------------------------------------------------------------------------- ১৯৯০ সালে লেখা কবিতা, যা ১৯৯১ প্রকাশিত ‘পোট্রেট কবিতা’ নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.