সত্য সুন্দর একটি কাঁচের ঘর, যাতে কোন
দরজা জানালা কিছুই ছিল না।
সেই ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ ৪জন
ওলীকে বসানোর জন্য ৪
কোনে ৪খানা আসন রাখা হল।
সারা বিশ্বের লক্ষ লক্ষ
আউলিয়া ঐ ঘরের
চারপাশে ঘুরাঘুরি করছিলেন।
সবাই বলাবলি করছিলেন এই
৪টি আসনে পৃথিবীর শ্রেষ্ঠ ৪জন
ওলীকে বসানো হবে।
সকলে ভাবছেন কাকে বসানো হবে।
এ অবস্থায় হযরত বড় পীর আব্দুল
কাদির জিলানী রহ.,
খাজা মুঈনুদ্দীন চিশতী রহ. হযরত
মুজাদ্দেদে আলফে সানী রহ.
একে একে ৩টি আসনে বসে পড়লেন।
এবার লক্ষ লক্ষ আউলিয়ার
মধ্যে বলাবলি হচ্ছিল যে, চতুর্থ
আসনটিতে চার তরীকার চারজন
ইমামের অবশিষ্ট মহামানব হযরত
শায়েখ বাহাউদ্দিন নকশবন্দী রহ.
এসে বসবেন। কিন্তু দেখা গেল
একজন ফেরেশতা এসে আমাকে (
রাজারবাগী) টেনে নিয়ে ঐ
আসনে বসিয়ে দিলেন। এ চারজন
ছাড়া আর কাউকেই
ভিতরে ঢুকতে দেয়া হয়নি। এমন স্বপ্ন দেখেন
রাজারবাগী পীর দিল্লুর রহমান ।
নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত
আড়াইহাজার থানার
প্রভাকরদী গ্রামের
সুতা ব্যবসায়ী মরহুম জনাব
মোখলেছুর রহমানের
ঔরসে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি ৫নং আউটার
সার্কুলার রোড, রাজারবাগ
ঢাকা-১২১৭,
মুহাম্মাদীয়া জামিয়া শরীফ ও
সুন্নতী জামে মসজিদ
দরবারে অবস্থান করেন।
তিনি প্রচলিত
নিয়মানুযায়ী ধর্মীয় শিক্ষায়
শিক্ষিত কোন আলেম নন।
বরং তিনি কলেজ পড়–য়া একজন
জেনারেল শিক্ষিত এবং তিনি কোন
পীরের ছোহবতে থেকে তাছাউফ
অর্জন করে কারো থেকে খেলাফত
প্রাপ্ত হননি। তিনি দাবী করেন
আল্লাহতায়ালা ও রাসূল সা.
তাকে খেলাফত দান করেছেন।
তিনি স্বপ্ন বানিয়ে বুযুর্গী প্রকাশ করেন ।
দেশের
হক্বানী ওলামায়ে কেরামদের
প্রতি কটুক্তি
তিনি হক্বানী ওলামায়ে
কেরামগণের
প্রতি যে কটুক্তি করেছেন
তা সত্যিই নিন্দনীয় বিষয়।
শাইখুল হাদীস আল্লামা আজিজুল
হক, হাটহাজারী মাদ্রাসার
মুহতামিম আল্লামা আহমদ শফী,
মাসিক মদীনা সম্পাদক
মাওলানা মহিউদ্দিন খান সহ দেশের
বিশিষ্ট ওলামায়ে কেরামদের
সম্পর্কে তিনি যে কটুক্তি করেছেন
তা শুনলে সত্যিই শরীর
শিহরিয়ে উঠে। জাতির কর্ণধার এ
সকল উলামায়ে কেরামগণকে তিনি
মুশরিক, মুনাফিক, গোমরাহ,
ধোঁকাবাজ, জেনাখোর ভণ্ড,
জাহেল, কাজ্জাব, মালাউন,
কামীনা, নফসের পূজারী,
উম্মতে মুহাম্মদী হতে খারিজ,
শয়তানের পোষ্যপুত্র, মাও সেতুং ও
গান্ধির ভাব শিষ্য
ইত্যাদি আরো অনেক অকথ্য ভাষায়
গালিগালাজ করেছেন, যা কোন
আলেম-পীরতো দূরের কথা সাধারণ
ভদ্র শালীন ব্যক্তিও এসব
ভাষা ব্যবহার করতে পারে না।
হাদীস শরীফে বর্ণিত আছে-
মুসলমানকে গালিগালাজ
করা ফাসেকী।
-সূত্র: মাসিক আল বাইয়্যিনাত
সংখ্যা ৬৪ ডিসেম্বর, ১৯৯৮, পৃ:
৪০-৪২ ও ৪৪, সংখ্যা ৭০ জুন,
১৯৯৯ইং, পৃষ্ঠা ৪৫
এবং রাজারবাগীর বয়ানের
ক্যাসেট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।