জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোগুলোর মধ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় "লিনাক্স মিন্ট"। বিগত ২২শে নভেম্বর ২০১২ইং বৃহস্পতিবার লিনাক্স মিন্ট নামক জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোটির সাম্প্রতিকতম সংস্করণ ১৪, "নাদিয়া" সাংকেতিক নামে প্রকাশিত হয়েছে। লিনাক্স মিন্ট এর প্রতিটি সংস্করণ প্রকাশিত হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি মিন্ট লোকো (লোকো == লোকাল কমিউনিটি == দেশীয়/স্থানীয় ব্যবহারকারী, মানোন্নয়কারী, অনুবাদক) লিনাক্স মিন্টের এই প্রকাশনাকে বিভিন্ন রকমের আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে। যার নামকরণ করা হয় -- "লিনাক্স মিন্ট রিলিজ পার্টি" শিরোনামে। এটি একটি বৈশ্বিক আয়োজন বা গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বেই পালিত হয়ে থাকে। এবারের এই নতুন সংস্করণটি প্রকাশিত হবার পর আমরাও বিশ্ববাসীর সাথে এই আনন্দ আয়োজন উদযাপনের আকাঙ্খা ব্যক্ত করছি। ইনশাল্লাহ আগামী ১লা ডিসেম্বর ২০১২ইং, শনিবার আমরা বাংলাদেশের লিনাক্স মিন্ট প্রেমীরাও, "লিনাক্স মিন্ট ১৪" বা "নাদিয়া" এর প্রকাশনা উদযাপন করবো। আয়োজন সূচীঃ # লিনাক্স মিন্ট কী এবং কেন? # লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের নির্ভেজাল আড্ডা ও অভিজ্ঞতার গল্প # লিনাক্স মিন্ট ১৪ এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে মিনিট সাতেকের একটি চলমান চিত্র প্রদর্শনী # কেক কেটে লিনাক্স মিন্ট'র নতুন প্রকাশনা উদযাপন # লিনাক্স মিন্ট ১৪ "মায়া"র আইএসও পেনড্রাইভে/ডিভিডি তে সংগ্রহের ব্যবস্থা আয়োজন তারিখ: ১লা ডিসেম্বর, ২০১২ ইং রোজ শনিবার সময়: বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৫:৩০ আয়োজন স্থল: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বনানী ক্যাম্পাস আগ্রহীদেরকে http://goo.gl/hXGfW লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে অংশগ্রহন নিশ্চিত করতে অনুরোধ করছি। বিশেষ প্রয়োজনে আশিকুর_নূর (০১১৯৯১৫১৫৫০, ০১৫৫১১৫১৫৫০) রিং ০১৬৭১৪১১৪৩৭ শরীফ ০১৬৭৪৮৫৫০৪৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।