আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটা প্রশ্ন ছিল স্যার

চট্টগ্রাম এ ফ্লাই ওভার ধসে পরায় নিহত ১০০+ আরও বেশিও হইতে পারে, আশুলিয়া তে গার্মেন্টস ফ্যাক্টরি তে আগুন টিভি তে ব্রেকিং নিউজ ১২৪ জন এর লাশ উদ্ধার। কিন্তু সকাল এ কালের কণ্ঠ পত্রিকায় প্রথম পাতায় সব থেকে বড় খবর টা ছিল অপহৃত শিশু পরাগ এর অপহরণকারী আমির গ্রেফতার। প্রতিদিন এত অপহরন হয় কিন্তু অপহরন এর আগে থেকে উদ্ধার এর ১০ দিন পর পর্যন্ত একটা শিশু রে নিয়া এমন রোমাঞ্চকর সিরিয়াল জানতাম ভারত ই বানায় এখন এই অনুকরণ আমাদের দেশেও চলে। পত্রিকা পড়ে বুঝলাম পরাগ এর বাবার অনেক টাকা। পরাগ অনেক টাকার উত্তরাধিকারি।

তাই তার নিউজ ই দেন। ফ্লাই ওভার এ যারা মারা গেল তাদের নিউজ দেওয়ার কি দরকার??যতসব দুই টাকার সব্জিওআলা,কামলা খাটা দিন্মজুর,দামী রেস্টুরেন্ট বা ফাস্টফুড এ আড্ডা দাওয়ার সামর্থ্য নাই তাই সেই খানে আড্ডা দিতে যাওয়া কয়েকজন মধ্যবিত্ত পরিবার এর সন্তান,মাসের বাকি ৬ টা দিন কিভাবে চলবে এই ভাবা একজন লোকের বেচে থাকলেই কি না থাকলেই কি????একজন শিল্পপতি আজকে ফ্লাইওভার এ মারা গেলে না হয় একটু মসলা দিয়া পত্রিকার কাটতি আরও ১০ দিন ধরে রাখা যাইত। এই সব লোক জনের খবর দিয়া লাভ নাই। গার্মেন্টস এ নিহত???ধুরর কারা এরা মাসে ৪০০০ টাকা পাওয়া স্রমিক,আরে আমরা তো কাউরে গালি দিলেও বলি গার্মেন্টস পারতি। বিজিএমই ১ লাখ কইরা টাকা দিতাসে আর নিউজ দাওয়ার কি দরকার।

২ দিন কোনমতে পত্রিকার এক কোনায় নিউজ দিলেই হয়। এর থেকে Cambrian College আর নন্দন পার্ক এর বিজ্ঞাপন দিলেই লাভ বেশি। কি হবে মাসে ৪০০০ টাকা দিয়া পুরা পরিবার চালানো লোকটার মৃত্যুর খবর ছাপায়া??? অবশেষে ব্রেকিং নিউজঃপ্রধানমন্ত্রীর শোক প্রকাশ (মানে এই দুই কাহিনীর সাথে যারা জড়িত তাদের বিচার এর আশা বাদ দেন)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.