শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!
আপনার অনেক জরুরি কাজ। এটা আপনাকে করতে হবে। এখনই করতে হবে। আর করাটা অতি জরুরি এবং ভবিষ্যতের অনেক কিছূ এটাকে ঘিরে আবর্তিত হবে। সেটা লাভজনক বা হতে পারে অলাভজনকও।
কিন্তু কাজটা আপনার করা অতি গুরুত্বপূর্ণ্ কিন্তু পারছে ন না।
কারণ ইচ্ছা ঘুড়িকে আপনি ছেড়ে দিয়েছেন এমনি। নাটাই হাতেই কিন্তু নিয়ন্ত্রণ নেই। এখন আপনাকে কয়েকটা লাথি মারা দরকার। ব্যাটা কাম যদি এতই করতে হবে তো ধরস না ক্যান।
বলদের মতো এটা ভেবেও নাকি সময় পার হয়। মাগার কাম তো আগায় না। ।
বাকি আছে কিছু অপমান, কিছু কড়া কথা আর অতি সহজ কিন্তু মর্যাদাপূর্ণ কিছূ গালি। যার মাধ্যমে সেই আলসের চামড়ায় কিছূটা স্পর্শ লাগে।
ধূর। ফাও পড়া ছাড়েন।
বেলাজার জন্য একাট গালি দেন। তার যদি কিছূ কামের গতি হয়।
কাম তো করাই লাগবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।