আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার এস এম রায়হান কে কয়েকটা প্রশ্ন

সিরাতুল মুস্তাকিম চাই, সে সমস্ত লোকের পথ, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আল্লাহের গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে **** দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়েগেছে চার্লস ডারুইন এক জন মহান বিজ্ঞানি তর্কের খাতিরে ধরে নিলাম তার এই তত্ত্ব ভুল কিন্তু আপনি জানেন কি এই তত্ত্ব বিজ্ঞানের কি মহান উপকার করেছে? কোন ধারনা আছে আপনার , জীব বিজ্ঞানের বা চিকিৎসা বিজ্ঞানের চিন্তা ভাবনায় কতটা ভালো প্রভাব আছে এই তত্তের?? আপনি কি জানেন মানুষের জাইগোট লেভেল থেকে এক জন মানবিক পূর্ণ মানুষ হতে, ডারুইনের কল্পনা করা লক্ষ বছরের এভুলেশন কেই পার করতে হয়???? ধরে নিলাম মানুষ সরা-সরি মাটি থেকে মানুষ, কিন্তু অন্য প্রানীদের এভুলেশন হয় নাই বা এই এভুলাশন প্রক্রিয়াটা বেহেস্তেই পূর্ণতা পায় নাই এর কোন প্রমান দিতে পারেন কি? বা মানুষ বেহেস্ততে তৈরি হবার সময় ঐ ধাপ গুল পার করে নাই তা কি আপনি প্রমান দিয়ে বলতে পারবেন? আল্লাহ কি সৃষ্টির সকল রহস্য আপনাকে বলে দিয়েছেন? আল্লাহ তো কুন বোলেছেন আর হয়েছে, ইন ফেক্ট পবিত্র আল কুরয়ানে আছে, আল্লাহ তো মানুষকেও শুকর আর বানরে পরিনত করেছেন এটা কি বিজ্ঞান দিয়ে প্রমান করতে পারবেন? বস্তা পচা আজাইরা প্যাঁচাল কেন পারেন? আর আপনার শিরনামের অর্থ কি এই দাঁড়ায় যে মুসলমানরা আল্লাহের পক্ষথেকে প্রাপ্ত জ্ঞানের সোল এজেন্ট????? আপনি কি সূরা বাকারার ২৬৯ নং আয়াতটা বিশ্বাস করেন????? তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভুত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানবান। এখানে কি বলা হয়েছে আল্লাহ শুধু মুসলমান দের জ্ঞান দান করেন???? এই সব ব্রেইন ওয়াসড *লের পোষ্ট দিয়া মুসলমাদের ক্ষতি করবেন না বিজ্ঞান পড়ুন বুঝুন তার পড় কথা বলুন বিজ্ঞান কি জানেন তো? নাকি? কোন বিজ্ঞানি কি আজ পর্যন্ত বলেছেন যে তার তত্তই absolute and eternal?????? ডারুইন কি তা বলেছেন?????? কিন্তু তার এই তত্ত্ব বিজ্ঞানের চিন্তার কি উন্নতি করেছে কোন ধারনা আছে আপনার ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.