আমি লিখতে আসা পড়ুয়া মানুষ
-হ্যালো কি করছ??
-কথা বলছি!!
-কার সাথে??
-নিজের সাথে।
-কি করছ বলই না!!
-একটা গুরুত্বপূর্ণ থিসিস করছি!!
-কি থিসিস?
-ব্যাঙয়ের শরীর ব্যাবচ্ছেদ আর এর অর্থনৈতিক গুরত্ব এবং এর জীবন চক্রের ঐতিহাসিক ভুমিকা!!
-বাজে বকোনা!! তুমি কবে সাইন্সের স্টুডেন্ট হলে??
-ঠিক বলেছ!! আসলে আরেকটা কাজ করছিলাম!
-কি কাজ??
- ইংরেজী সাহিত্যর উপরে বাংলা ভাষার প্রভাব ও এর প্রতিকার!!
-কি পাগলের সাথে মেলামেশা করছি আল্লাহই জানে?? সত্যি করে বলোতো তুমি কোথায়??
-হাটছি!! রাস্তায়!!
-এতো রাতে??
-হুম!! রাতে হাটাটা ব্যাতিক্রমী!! সবাই দিনে হাটে!! কেউ কারো দিকে লক্ষ্য করে না!! রাতে মানুষ বিশ্রাম নেই!! জাগে শুধু পেঁচা , দারোয়ান , রোগী ।
-তুমি কোনটা??
-রোগী ধরতে পারো!!
-মানসিক??
-কাছাকাছি!!
-হিমু টাইপ কতাবার্তা বলছ??? হুমায়ুন আহমেদের লিখা পড়ছ আজকাল?? চিনো উনাকে??
-চিনি!! বাংলা সাহিত্যর দিকপাল!! প্রচুর জনপ্রিয় লিখা লিখেছেন!!! মাহফুজ আহমেদের ভাই!!
-কে মাহফুজ আহমেদ?? উনার ভাইয়ের নাম জাফর ইকবাল!!!
-ও!! আমি আরো জাফর ইকবালকে ইলিয়াস কাঞ্চনের ভাই মনে করতাম!!
-বাদ দাও!!!
-দিলাম বাদ!!
-একটা কবিতা শুনাও!!
-কবিতা জানিনা!! শাইরি জানি!!
-শাইরি কি??
-প্রায় কবিতার মত!! হিন্দি চিজ!! তবে মাঝে মাঝে বাহ!! বাহ!! বলতে হয়!!
-ইন্টারেস্টিং!! শুনাও তো??
- " পেহলে রাস কাহা
ফের গোল কাহা!!
ফির লে কাহা!!
ইসি তারা জালিম ইংরেজ নে রাসগোল্লে কা টুকরে টুকরে কার ডালা " বাহ! বাহ! বলো!!
-এইটা কি??
-ওই যে বললাম হিন্দি চিজ!!
-তুমি হাটো!! আমি ফোন রাখছি!!
-আসসালামু আলাইকুম!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।