আমাদের কথা খুঁজে নিন

   

চাকরি ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি স্মার্টনেস জরুরি........

বর্তমানে চাকরির প্রতিটি সেক্টরেই আমাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। কর্মক্ষেত্রে আমাদের সার্টিফিকেটের পাশাপাশি বাহ্যিক দিকটিও ফুটিয়ে তুলতে হচ্ছে। অর্থাৎ দক্ষতার পাশাপাশি স্মার্টনেসও জরুরি। এর ফলে আমরা আমাদের পোশাক, ব্যাগ, ফাইল ইত্যাদির দিকেও এখন সুনজর দিচ্ছি। এমন একটি সময় ছিল যখন অফিসে কাজটাই ছিল মুখ্য।

সেখানে পোশাকের দিকে অতটা নজর না দিলেও চলে, এমন ধারণা বর্তমান যুগে অচল। স্মার্ট, পরিচ্ছন্ন গেটআপ আপনাকে করবে আত্দবিশ্বাসী, যা অফিসের কাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। অফিসের ধরন বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। মেয়েরা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে ফরমাল ফুল স্লিভ সালোয়ার-কামিজ পরতে পারেন অথবা বিজনেস স্যুটেও মেয়েদের বেশ মানিয়ে যায়। আর ছেলেরা ফরমাল শার্ট পরতে পারেন, তবে শার্টটি ফুল হাতা হলে ভালো হয়।

কী ধরনের জুতা বা ব্যাগ ব্যবহার করবেন তা নিয়েও ভাবনা-চিন্তার প্রয়োজন আছে। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করার জন্য কর্মদক্ষতার সঙ্গে সঙ্গে প্রয়োজন এক সুন্দর পরিশীলিত ব্যক্তিত্ব। কম সময়ে নিখুঁত কাজ করার ক্ষমতা ছাড়া আরও যে জিনিসটি সবাই লক্ষ করেন তা হলো_ আপনার ড্রেস সেন্স। তাই ড্রেস সেন্স নিয়ে কিছু পরামর্শ অফিসে জয়েন করার আগে দেখে নিন। বেশিরভাগ কর্মচারী কী ধরনের পোশাক পরে অফিসে আসেন।

যেমন স্কুল বা কলেজে শিক্ষকরা সাধারণত নরমাল পোশাক পরেন। আবার কর্পোরেট অফিসের লোকজন বিজনেস স্যুটেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আপনার প্রাথমিক পোশাক বাছাই পর্ব এ ভিত্তিতে করুন। খেয়াল রাখবেন অফিসের পোশাক যেন রং, ডিজাইন বা কাটের দিক দিয়ে উগ্র বা লাউড না হয়। গরমের দিনে অফিসের পোশাকের জন্য প্যাস্টেল শেড বাছাই করুন।

অফিসের অলঙ্কার পরার ব্যাপারে সংযত থাকুন। ছেলেদের ক্ষেত্রে হাতের ব্রেসলেট বা মোটা কোনো আংটি পরিহার করা বাঞ্ছনীয়। আর মেয়েদেরকে চওড়া নেকলেস, ঝুলন্ত দুল, বড় আংটি অফিসে একেবারেই মানায় না। জুতা এবং ব্যাগের রং কাছাকাছি শেডের মধ্যে বাছুন, ল্যাপটপ ক্যারি করতে হলে এমন ব্যাগ বাছুন যাতে ল্যাপটপের সঙ্গে অন্যান্য জিনিস নিতে পারেন। বিভিন্ন পকেটে জিনিস রাখার অভ্যাস করলে সেগুলো খুঁজে পেতে সহজ হবে।

অফিসে যাওয়ার সময় হালকা ফাউন্ডেশন এবং কম্প্যাক্ট ব্যবহার করুন। বর্ষাকালে বের হওয়ার সময় অবশ্যই একটি ছাতা নিতে ভুলবেন না। সবচে বড় কথা দক্ষতার পাশাপাশি স্মার্টনেস জরুরি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.