সাভারে ধসে পড়া রানা প্লাজায় থাকা পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বিভিন্ন দাবিতে আজ বেলা পৌনে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ অবরোধ করেছেন।
দাবির বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কেউ ঘটনাস্থলে এসে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শ্রমিকেরা জানান, ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ, নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা তৈরি ও ক্ষতিপূরণের আওতায় আনা, ভবনমালিকের ফাঁসিসহ বিভিন্ন দাবিতে বেলা পৌনে ১১টা থেকে রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ অবরোধ করে রেখেছেন তাঁরা।
অবরোধে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, তাঁদের দাবি পূরণের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো মন্ত্রীকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। তা না হলে অবরোধ অব্যাহত থাকবে।
এর আগে আজ সকাল পৌনে ১০টার দিকে এই শ্রমিকেরা একই দাবিতে রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন। মিছিল শেষে বেলা পৌনে ১১টার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের একাংশে বসে পড়েন।
সাভার মডেল থানার উপপরিদর্শক শেখ ফরিদ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে মিছিল শেষে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু শ্রমিকদের মারমুখো আচরণ ও সহিংসতা এড়াতে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।