আমাদের কথা খুঁজে নিন

   

আপনার পোয়া ১৩ করতে চান? তো ইসলামের১২টা বাজান

আমি ভালবাসি আমার আল্লাহকে, প্রিয় রাসুল এবং আমার দেশকে। খোলামেলা কথা পছন্দ করি। অল্পতে কষ্ট পেয়ে বসি, আবার অল্পতেই ভুলে যাই সব দুখঃ। তবে কারো উপকার-অবদান ভুলতে পারিনা জীবনভর। পছন্দ করি উদার, স্বচ্ছ ও খোলামনের মানুষকে, ঘৃণা করি গোঁড়া ও অহংকারীকে।

ইসলামকে ধোলাই করতে পারলে, নিজের গা থেকে ইসলাম ঝেড়ে ফেলতে পারলে, সমাজ, রাষ্ট্র ও মিডিয়া থেকে ইসলামকে দুরে ছুঁড়ে ফেলে দিতে পারলে, ধর্মনিরপেক্ষতার ফজীলত বয়ান করতে পারলে, জামাতকে পাদানী দিতে পারলে, মোল্লাদের ছিছি করতে পারলে-সে-ই বাপের বেটা। সে-ই সুশীল, সিভিল সোসাইটির নেতা, বুদ্ধিজীবি, দেশপ্রেমিক, দেশের মালিকপক্ষ!! মিডিয়াগুলো তাকে নিয়ে টানা হেঁছড়া শুরু করে দেয়। শেঠের বেটা শেঠ একের পর এক টিভি চ্যনেলে নসীহত ফরমাইতে ফরমাইতেই কাহিল হয়ে পড়ে। আর বহুমুখী মারহাবা, সম্বর্ধনা এবং বিদেশী ও স্বদেশী সরকারী হালুয়া রুটির তো অন্তই থাকেনা! যেসব মিডিয়া উক্ত কুকর্ম সাধনে অগ্রগামী, সেটাই আধুনিক, উন্নত ও যুগোপযুগি। কোন অমুসলিম দেশের টিভি চ্যনেলেও এসব টিভির মতো এতোবেশি ইসলাম বিরোধী অপপ্রচার হয়না।

আমাদের টিভি চ্যনেলগুলোর কি নাটক, কি সিনেমা, কি টকশো, কি সংবাদ পর্যালোচনা-সবকিছুতেই ইসলামের একহাত নেওয়া হয়; ইসলামই যেন মুল টার্গেট, ধর্মই যেন যতো অনিষ্টের মুল। ইসলাম ও ইসলামপন্থী ঠেকানোই যেন এদেশের এই মুহুর্তের মুল এজেন্ডা। এছাড়া দেশের সব সমস্যাই মনে হয় গৌন। একসময় নাটক সিনেমা মানে ছিল নর্তকির নাচন আর গায়িকার গান কিংবা নায়িকার দেহপ্রদর্শনী আর নায়কের এ্যকশন; কিন্তু এখন সেগুলোতেও টয়টম্বুর হয়ে থাকে- সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মীয় গোঁড়ামি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ ও ধর্মন্ধতা ইত্যাদি। এসব ইস্যুতে সিনেমা নাটক তৈরি করলে আবার সরকার ডোনেশনও দেয়।

আজকাল টিভি সিনেমায় এই শব্দগুলো যতবার জপা হয়, আমার মনে হয় সাম্প্রতিক সময়ে প্রেম-ভালবাসাও এতোবার জপা হয়না (যা টিভি সিনেমার মুল বানিজ্য)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.