আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য!! হাত-পা বাধা অবস্থায় টানা এক মাস সমুদ্রে সাতার!! (রঙ্গ পোস্ট)

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D হ্য যা পড়েছেন সত্যি পড়ছেন, এক ফোটাও বানিয়ে বলছি না..এই আমি মি. মশার কয়েল (পাঠক কি ধরতে পেরেছেন আমি আমার জেন্ডার বলে দিয়েছি) টানা এক মাসেরও বেশি সময় হাত-পা বাধা অবস্থায় সামু ওশানে (sea) সাতার কেটে এখনো বেচে আছি...কি কটকা লেগেছে? তাহলে পরিস্কার করে দেই, এই সামু সমুদ্রে প্রতিনিয়ত নানা ধরনের পোস্ট আসে...এর মধ্যে কিছু পোস্ট দেখলে মনে হয় যেন আমার কথাই বলা হয়েছে,,আবার কিছু পোস্ট দেখলে মনে হয় এই পোস্ট এর লেখক কে যদি পেতাম তাহলে ওর এক দিন কি আমার একদিন!!তো তাকে তো তখন 'শারীরিক'(এই শব্দটির সাথে 'সম্পর্ক' কথাটি যুক্ত হলে আমার মধ্যে কেমন জানি করে উঠে) ভাবে পাই না, তাই তাকে আক্রমনের উদ্দেশ্যে যখন প্রযুক্তির ছুরি হাতে বা লগইন করে কমেন্ট করার উদ্দেশ্যে এগিয়া যাই তখনই আবিস্কার করি সামু আমার হাত পা বেধে রেখেছে (watch)...কিন্তু এইভাবে আর কইদিন!!অবশেষে সামু হার মেনেছে আমার অদম্য ইচ্ছা শক্তির কাছে (আমাকে general করা হয়েছে).... যারা শিরোনাম এর সাথে কথার কোনো মিল খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু আগেই বলে রেখেছি এটা রঙ্গ পোস্ট!!!! আমি আজ General হয়েছি....আসুন মিষ্টি খান...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.