ভালো থাকার চেষ্টা করি সদা প্রথম সেদিন আমায় দেখে দিয়েছিলি তুই মিষ্টি হাসি প্রত্যুত্তরে আমার ছিলো ঘাঁবড়ানো টাইপ ক্ষুদ্র কাশি। এটাই ছিলো জ্যোৎস্না রোপন আমার মনের মাটিতে দিয়েছিলি হানা মিজাইল সমান আমার সর্ব ঘাঁটিতে। ভেবেছিলাম থাকবি পাশে সুখ-দুঃখ নিত্য সময় নীল রঙে রাঙ্গিয়ে দিবি ভীষন রাতের জোনাক সময়। ভাবনা গুলো ভুল ছিলো পেয়েছিলাম টের অনেক পরে সপ্ন ঘুঁড়ির নাটাই সুতা কেটেছিলো হঠাৎ ঝঁড়ে। সব ছলনা লুকানো ছিলো ওই দুই ঠোঁটেতে আমি এখন অতীত ছায়া থাকি দেয়ালের ফটোতে। বিঃদ্রঃ নারীদের মিষ্টি হাসি মানসিক শান্তির জন্য ক্ষতিকর। আসুন, এগুলো আমরা ইগনোর করি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।