আমাদের কথা খুঁজে নিন

   

ইভান শিশকিন: সত্যিকারের একজন আঁকিয়ে

কিছু করি না, খালি দেখি-শুনি-পড়ি-লিখি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি চিত্রকর্মকে সার্বজনীন হিসেবে কল্পনা করা হত না। অ্যাকাডেমিক ক্ষেত্রে পেইন্টিঙের বিষয়টা সিলেক্টেড কিছু শ্রেণীর জন্য নির্দিষ্ট ছিল। পেইন্টিংকে হাই আর্ট আর লো আর্ট এ দু'ভাগে ভাগ করা হয়েছিল। ১৮৬৩ সালে রুশ সাম্রাজ্যের ১৪ জন ছাত্র এমন বিভাজনের প্রতিবাদে একটা সংগঠন গড়ে তোলে। তাদের মতে, আর্টে কোন বিভাজন আসতে পারে না।

আর্ট হবে সবার জন্যে। এরা আর্টে রিয়েলিজমে গুরুত্ব দিয়ে সব ধরনের "অ্যাবস্ট্রাক্ট" আর্ট বাতিল ঘোষণা করে। এ সংগঠনেরই একজন সদস্য ছিলেন ইভান শিশকিন। পেইন্টিং সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। আমার বন্ধুবান্ধবরা পেইন্টিঙের কথা উঠলে বেশ ভারি ভারি কিছু শব্দ উচ্চারণ করে- কিউবিজম, ইম্পেশনিস্ট, পোস্ট-মর্ডানিজম ইত্যাদি ইত্যাদি।

আমি হা করে শুনি। ক্যানভাসে দু'-একটা রেখা টানলে বা হাত একখানে পা আরেকখানে রাখলেই যে সেটা উচ্চমার্গীয় কিছু একটা হয়ে যায়, আমার তা বিশ্বাস হয় না। বাস্তবের কাছাকাছি জিনিসপত্রই আমার ভাল্লাগে। কাজেই ইভান শিশকিন আমার প্রিয় কয়েকজন আর্টিস্টদের মধ্যে একজন। সহকর্মী ইভান ক্রামস্কোই এর আঁকা ইভান শিশকিনের পোর্ট্রেট রাশিয়া আর বলকান অঞ্চলের অসাধারণ সব ল্যান্ডস্কেপের জন্যে তিনি বিখ্যাত।

তার আঁকা কয়েকটা ল্যান্ডস্কেপ দেখুন। পাইন বনে ভোর বর্ষণমুখর ওক-বন অরণ্যে রাই ক্ষেত দুপুর বুনো উত্তর ওক বনে সন্ধ্যা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।