আমাদের কথা খুঁজে নিন

   

জন্মভূমি , প্রিয় নষ্ট-নগর ------------ ইভান অরক্ষিত ০৭.০১.২০১২ , শনিবার, ১২:২০ am, শ্রীমঙ্গল-মৌলভীবাজার

তেমন কিছু বলার নেই ! ------------------------------------------------------------- মাঝরাতে কেঁদে উঠে ক্ষুধার্ত কবিতা এক খুঁজে ফেরে জননীর স্তন আবর্জনার মতো এই জনপদ ! মানুষের ললাটে-ললাটে দেখ অমানিশা রাত আজ ; লেগে আছে ধ্রুবক ভাঁজের মতোন ইতিহাস গর্ভীনি হয়ে উঠে - মানুষেরা দেখেছে অনেক এবার দেখুক , আকাশ তফাৎ করা শ্বাপদের ডাক রাজপথে রক্ত-মাংস-ক্লেদ ; মৃত-পচা লাশ এসো আজ সকল নিষাদ ! পিশাচ ও মানুষ এসো এই জনপদে এখানেই অন্ধকারের মতো দারুণ সকাল - আলোকিত রাত ক্ষুধার খাবার নেই , তৃষ্ণার জল - এখানে শুকিয়ে কাঠ জননীর স্তন এইখানে গগন বিদারী হাসি - অশ্রু প্লাবন এইতো আমার শহর , প্রিয় পিতৃ-মাতৃ-জায়া-ভাতৃভূমি গনিকা-গনক-নট ; নটী ও শঠের এক নষ্ট-নগর ! -------------------------------------------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।