আমাদের কথা খুঁজে নিন

   

আপনার আত্নীয়, বন্ধু কেউ সিগারেট খায়? দেখতে পারেন কিভাবে তাদের শায়েস্তা করবেন । (দিস টাইম আই রিয়েলি এম এ শায়েস্তা খান)।

নিজের ঘটনা। না, ভাইবেন না আমি সিগারেট খাই। আমার আব্বু খায়। তবে তার একটা ভালো দিক হল যে আব্বু সিগারেট মুখে পাফ করে ছেড়ে দেয়। ফুসফুসে নেয় না।

তবু সিগারেট সিগারেটই। বিকট গন্ধ। ভাবছিলাম কি করা যায়। হটাত একটা বুদ্ধি মাথায় এলো। ও, আব্বু আবার USA এর Benson&Hedges খায়।

অন্য কোন ব্র্যান্ড খায় না। কিন্তু দেশে এসে কি মেন্থল না কি একটা খাওয়া শুরু করছিল। আমি বুঝলাম যে এই সিগারেট খাওয়ার অভ্যাস অঙ্কুরেই দমন না করলে এটাও কন্টিনিউ হয়ে যাবে। তাই নিচের পদ্ধতি এপ্লাই করলামঃ (অনুপ্রাণিত পম "যাফর ছাড়'স" - "বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর") কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি পারেন আপনার কাছের মানুষকে সিগারেটের হাত থেকে রক্ষা করতে। ============================================= ধাপ ১: =============== প্রথমে আপনার ভিক্টিম যে ব্র্যান্ড এর সিগারেট খায় তার একটি জোগাড় করুন।

এক বক্স দিয়াশ্লাই লাগবে সাথে। =============== ধাপ ২: =============== এবার সিগারেটটা হাতে নিয়ে আলতো করে তালু দিয়ে ঘষতে থাকুন। মোটকথা আধা-আধি পরযন্ত তামাক বের করে ফেলুন। চিমটাও ব্যবহার করতে পারেন। =============== ধাপ ৩: =============== এবার কেনা দিয়াশ্লাই এর বারুদ চেছে ফেলুন।

এবং যথাসম্ভব গুড়া গুড়া করুন। =============== ধাপ ৪: =============== গুড়া বারুদ গুলো আপনার কেনা সিগারেটের মধ্যে সাবধানে প্রবেশ করান। সাবধান যেন সিগারেটের কাগজ ছিড়ে না যায়। তবে কিন্তু বাশ। =============== ধাপ ৫: =============== এবার পুনরায় সাবধানে তামাক ভরে ফেলুন।

যেন সিগারেট জালানোর সাথে সাথে তা ডিস্ট্রয় না হয়ে যায় এমন ভাবে ভরবেন। =============== ধাপ ৬: =============== এবার ইস্পিশাল সিগারেট টা আপনার ভিক্টিমের সিগারেটের বাক্সে রেখে আসেন। আপনার কাজ শেষ। বাকিটা মজা। * কাজটা কিছুদিন পরপর রিপিট করুন।

এতে ভিক্টিম দেখবে যে সিগারেট খেতে গেলেই তা বাস্ট হয়ে যায় তাই বিরক্ত হয়ে সে সিগারেট ছাড়বেই। * এতে সাস্থ্যের কোন ক্ষতি হবে না। শুধু ভয় পাবে এই যা। * আমার আব্বু মেন্থল ধরছিল, আমি এই পদ্ধতি এপ্লাই করছি। যে সিগারেটটা ধরাইছে কিছুক্ষন পর ধুম্মম্মম্মম...... আমি তো সবি জানি, তবুও কি হইছে জিজ্ঞেস করলাম।

আব্বু বল্লো যে, মনে হয় ওরা ভুলে মেন্থল তামাকের ভিতরে দিছে তাই আগুন লাইগা বাষ্ট হয়ে গেছে। আমি মনে মনে হাস্তেই আছি । জিজ্ঞেস করলাম শিক্ষা হইছে আর এইডা খাবা? "না"। তারপরই আবার আনল নেভি। আজকে সেইডা এপ্লাই কর্লাম।

ফলাফল নেভি বাদ। কি মজা যেইডাই ধরব সেইডাই এই কাম করুম। * মেন্থলের ওপর এপ্লাই যেদিন করলাম, তার পরের দিন কোচিং থেকে আসার পথে দেখি যে একটা "হোর" ৫টা ছেলের সাথে বসে সিগারেট টানছে। ভাবলাম ইস যদি ওরে এই ট্রিটমেন্ট দেয়া যাইত... * নিজ দায়িত্তে কাজ করবেন। কোন অনাবশ্যক অঘটনের জন্য লেখক দায়ী না।

তবে সফল হইলে তা লেখকের প্রাপ্য।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.