আমাদের কথা খুঁজে নিন

   

পাসপোর্ট অফিস , ঘুষ বাণিজ্য আর আমার একটা তিক্ত অভিজ্ঞতা

Be silent, or speak something worth hearing জানি না এখন এই লেখাটি যারা পড়ছেন তাদের মাজে কজনার পাসপোর্ট অফিস এর অভিজ্ঞতা আছে। কিছু দিন বলবো না প্রায়ে ৬ মাশ আগের কথা। আমার বিদেশ এ যাবার জন্য কথা চলতেছে তাই পাসপোর্ট করতে হবে। বাসা থেকে বলল পাসপোর্ট টা করে ফেলতে এর মাজে আমি IELTS টা কোরে ফেলি জানো তারা তারি যেতে পারি। যাই হোক আমি পাসপোর্ট করার জন্য ফর্ম আনলাম আর সেটা পুরন করে ব্যাংক এর রশিদ নিয়ে সকালে পাসপোর্ট অফিস এর উদ্দেশে রাওনা দিলাম ।

অনেক কষ্টে রায়ের বাগ পাসপোর্ট অফিস খুজে পেলাম একটা বাড়ির ভিতরে অফিস টা জরাজিরন্ন জাইগা মাজে, কিন্তু প্রথমে যা দেখে আমি আঁকাশ থাকে পোরলাম তা হল বিশাল লাইন তাও তারা নাকি সকাল ৫ টা বাজে এসে দারিয়ে আসে এর তাখন বাজে ১১ টা। আমি তো পারলে ওই জাইগাই কাইন্দা দেই। তার পরে একজন কে জিজ্ঞেস করে লাইন এর শেষ খুজে পেলাম আর সাথে সাথে লাইন এ দারিয়ে গেলাম। এর মাঝে যা দেকতে শুরু করলাম টা হল যদি কেউ ৫০০ টাকা দাই তাহলে দালাল রা তাঁকে একটা গেট দিয়ে ভিতরে ডুকিয়ে দিবে আর যদি ১৫০০ টাকা দাই তাহলে আজই ছবি তুলতে সাহায্য করবে আর সব কাজ করে দিবে । ও একটা কথা পাসপোর্ট করতে ৩০০০ টাকা লাগে যা দের মাসের মধ্যে হয়।

অনেক এ এই ঘুস দিয়ে আমার আগে চলে গেল ভিতরে আমি তাখনও বাহিরে রোদে দারিয়ে আছি তাখন বেলা ১ টা। দুই টার দিকে আমি অফিছের ভিতরে ডুকলাম। ছবি তুলাম বিকাল ৫ টায়ে বার হলাম তাখন মনে হচ্ছিল কি জানো একটা জয় করে আসছি। এতক্ষণে জেনে গেলাম ঘুস টা দালাল রা নিয়ে নিজেরা কিছু রাখে পুলিশ ক কিছু দ্যায় র কিছু টা আর্মি দের মাজেভাগ হয়ে যাই। এতো গেল জমা দেবার কথা এখন আশাজাক Verification এর কথাই।

১০ দিন যাই ২০ দিন যাই আমার Verification এর খাবর নাই। ওদিক এ আমি পাসপোর্ট এর কারনে IELTS registration করতে পারসি না। পুরো দেড় মাস পর কল আশে আমাকে নাকি বিদ্যুৎ বিল এর জন্ম সনদ নিয়ে ওই লোক মানে পুলিশ এর কাছে যেতে হবে। যাই হোক আগে ভাগে গেলাম যদি এখানেও ভির হয় তার ভয়ে। গেলাম একটা শই দিলাম কাগজ এ সব কাজ শেষ এখন চলে আসব এ টাইম এ আমার কাছে ১০০০ টাকা চাইল পুলিশ এটা নাকি তার চা নাস্তার জন্য।

আমি মনে মনে ভাবসি উনি কি হোটেল শেরাটন এ নাস্তা করেন নাকি । নিরুপাই হয়ে দিয়ে দিলাম তিনি আরও ৫০০ টাকা চাইল এটা নাকি পাসপোর্ট অফিস এ দিতে হবে তাহলে নাকি তারা তারি হবে কাজটা । আরও ১মাস হয়ে গেল আমার পাসপোর্ট এর কোন খাবর নাই। ও দিকএ আমি IELTS registration করতে পারলাম না আমি যদি আবার registration করতে চাই তাহলে আমাকে আবার ৩ মাস অপেক্ষা করতে হবে। তাই এর registration করা হল না ।

কিছু দিন পর আর অপেক্ষা করতে না পেরে চলে গেলাম অফিস এ । তাও দেখি বিশাল লাইন। ওই দিন বিকাল ৩ টাই অবশেষ এ পাসপোর্ট হাত এ পেলাম । কিন্তু তাখইন ভাবছিলাম এখন পাসপোর্ট দিয়ে আমি কি করব। আমার আর বিদেশ যাওয়া হল না IELTS করা হল না।

মাজে সুদু হইরানি হলাম। তাখন এই দেশ এ জন্মনেয়া টা হল একটা পাপ বলে মনে হচ্ছিল। ৩০০০ হাজার টাকার পাসপোর্ট করতে ৪৫০০ টাকা খরচ করলাম কষ্ট করলাম IELTS করার জন্য টাকা খরচ করলাম সব বিফলে গেল। এখনও মনে পরলে খুব কষ্ট লাগে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.