আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার শেরজা তপনের অনুরোধে শেষ বিকেলের খেলা নিয়ে দু’কলম…

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) ইমরান খান পাকিস্তানি সিলেক্টরদের উদ্দেশ্যে প্রায়ই বলতেন,” ইফ শোয়েব (শোয়েব আখতার) ইজ ফিট, নেভার ড্রপ হিম। বিকজ পেস ইজ অলওয়েজ এ থ্রেট… ইভেন ইন এ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট” আজ রুবেল হোসেন বোলারদের জন্য মরা উইকেটে গেইলকে যে ডেলিভারি দিল তাতে ইমরান খানের মন্তব্যের সত্যতা পাওয়া যায়। তাই বাংলাদেশী সিলেক্টরদের উদ্দেশ্যে আমি বলব,”ইফ রুবেল ইজ ফিট, নেভার ড্রপ হিম। ট্রাই টু ফাইন্ড মোর রুবেল হোসেন হু উইল ফাইট ফর দেয়ার প্লেস ইন ইলেভেন” আগের লেখার শেষে এই টেস্টটি ড্র হবার ব্যাপারে বলেছিলাম। সবাই তাই মনে করেছিল।

বাংলাদেশের অসাধারণ বোলিং এই টেস্ট জমিয়ে দিয়েছে। যা আবারও প্রমাণ করেছে টেস্ট খেলাই সবচে মজার এবং সবচে বেশি স্কিলের খেলা এবং টেস্ট জমতে হলে এমন পিচ লাগবে যেখানে বোলারদের জন্য কিছু হলেও আছে। শেষ বিকেলে স্পিন ধরেছিল। এজন্য আমার মনে কিছু শংকাও তৈরী হয়েছে এজন্য যে শেষ দিনের উইকেটে বাংলাদেশ কে সুনীল নারাইন নামক এক অসাধারণ স্পিনারকে মোকাবেলা করতে হবে। আমি তার বোলিং দেখে যতটা বুঝেছি স্পিন উইকেটে নারাইন আনপ্লেআবল।

সুতরাং বাংলাদেশের জয়-পরাজয় বা ড্র নির্ভর করছে সুনীল নারাইনকে বাংলাদেশকে কেমন খেলবে তার উপর। অর্থাৎ আমার মতে তিনটা ফলাফলেরই সম্ভাবনা আছে। শেষ দিনের উইকেটে বাংলাদেশ যদি নারাইনকে ভালভাবে সামলাতে পারে তবে বুঝতে হবে আমাদের ব্যাটসম্যানদের স্কিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে আর যদি না পারে তবে খুব বেশি দোষ তাদের দেবেন না কারণ কে জানি বলেছিল, সত্যিকার স্পিন উইকেটে শেষ দিনে ভারতীয় ব্যাটসম্যানরাও স্পিন খেলতে পারে না! গুডলাক ইমরোজ!(সাবেক টিমমেট) গুডলাক বাংলাদেশ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.